আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বার্মিংহামে তৃতীয় ব্রিটিশ বাংলাদেশী বিজনেস ‘অ্যাওয়ার্ড’ প্রদান ১০ অক্টোবর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১৮:৩১:২১

যুক্তরাজ্য সংবাদদাতা :: দেশ ফাউন্ডেশন ইউকে আয়েজিত সংগঠনের দশ বছর পূর্তি ও তৃতীয় বিবিবি অ্যাওয়ার্ডস- ২০১৯ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।

যুক্তরাজ্যের দ্বিতীয় নগরী বার্মিংহামে ব্রিটিশ পার্লামেন্টের এক অনুষ্টানে ঘোষণা করেন দেশ ফাউন্ডেশন ইউকে ও ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস এর ফাউন্ডার চেয়ারম্যান মিসবাউর রহমান।

অল পার্টি বাংলাদেশ গ্রূপের চেয়ারম্যান এন মেইন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ও বিবিবি অ্যাওয়ার্ডস এর ম্যানেজিং ডিরেক্টর রঞ্জু মিয়ার উপস্থাপনায় হোস্ট হিসেবে বক্তব্য রাখেন- পল স্কুলি এমপি।

দেশ ফাউন্ডেশন ইউকের কার্যকমের প্রশংসা করে তৃতীয় অ্যাওয়ার্ডস কে সাফল্য করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন- আদ্রিয়ান বেইলি এমপি, এলেনা স্মিথ এমপি, জোনাথান অসার্থ এমপি, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্কে বক্তব্য রাখেন কাউন্সিলর দেওয়ান মাহমুদ হক।

আরো বক্তব্য রাখেন- ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পক্কে ডক্টর ওয়ালী তসর উদ্দিন,এস বি ফারুক, বশির আহমেদ, ডক্টর সানোয়ার চৌধুরী, নুরুজ্জামান, দেশ ফাউন্ডেশনের জেবু রহমান, নাজমা বেগম, কামাল আহমেদ, টিপু রহমান, বাহার উদ্দিন, বদরুল আলম, সৈয়দ সাদেক, নাসিম প্রমুখ।

আগামী ১০ই অক্টোবরের ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ব্রিটেনের মূল ধারার একটি অনুষ্টান হিসেবে প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন প্রথমবারের অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে তিনি বিবিবি অ্যাওয়ার্ডস কে সীকৃতি প্ৰদান করেন।

উল্লেখ্য, দেশ ফাউন্ডেশন ইউকে গত দশ বছরে ব্রিটেনের কমিউনিটি, রাজনৈতিক, ব্যাবসায়ীদের অবদানের সুরুপ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫০ ব্যাক্তি ও প্রতিষ্টানকে অ্যাওয়ার্ডস প্ৰদান করেছে। তৃতীয় বিবিবি অ্যাওয়ার্ডস ২০১৯ সর্বমোট ২১টি ক্যাটাগরিতে বিজনেস অ্যাওয়ার্ডস প্ৰদান করবে। নিরপেক্ষ বিচারকদের নিয়ে গঠিত ২০১৯ অ্যাওয়ার্ড অনুষ্টানে কাউকে নমিনী করতে হলে ভিসিট করুন- www.deshfoundation.org.uk


সিলেটভিউ২৪ডটকম/১৮ জুন ২০১৯/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া