Sylhet View 24 PRINT

টাইগারদের উৎসাহ দিতে প্রবাসীদের সংগঠন ‘মাটি’র ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০১ ২১:২৭:২৭

সিলেট :: ক্রিকেট বিশ্বে আধিপত্য ভারতের। পৃথিবীর সবচেয়ে বিত্তশালী ক্রিকেট বোর্ড তাদের। গ্যালারিতে দর্শক উপস্থিতিতে ভারতীয়রা এগিয়ে। এবার তাদের সঙ্গে পাল্লা দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ‘মাটি’ নামে ব্রিটেনে বাংলাদেশীদের একটি সংগঠন। গ্যালারীতে যাতে ভারতীয় সমর্থকদের কাছে কোনঠাসা হতে না হয় সেজন্য বেশি সংখ্যক দর্শক উপস্থিতি নিশ্চিত করতে ব্যাতিক্রমী শোভযাত্রার আয়োজন করেছে সংগঠনটি।

আয়োজক সংগঠক আশরাফুল ওয়াহিদ দুলাল ও সাইফুল রেজা চৌধুরী পথিক জানিয়েছেন, ‘শোভাযাত্রা শুরু হবে বার্মিংহাম ফুটবল গ্রাউন্ডের মরিসন কার পার্ক থেকে। মূল জমায়েত হবে সেন্ট্রাল মসজিদের সামনে থেকে।

এ ধরণের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবারই খেলার ক্ষেত্রে দেখা যায় টিকিট কেনার ক্ষেত্রে আমরা বাংলাদেশীরা পিছিয়ে থাকি ভারতীয়দের তুলনায় । তারা এমনভাবে অনলাইনে টিকেট কিনে ফেলে যে আমরা ওদের সঙ্গে পারিনা। পরে যখন আমরা মাঠে যাই তখন দেখা যায় ওরা সংখ্যায় অনেক বেশি থাকে। ফলে যাওয়া-আসার পথে ওরা আমাদের নানা কথা বলে বিরক্ত করে। আবার মাঠে গেলে গ্যালারিতে ভীষণ উৎপাত করে। ওদের ভয়ে মাঠে প্রবেশ করতে চায়না অনেক দর্শক। যে কারণে আমরা চিন্তা করেছি একা যাবনা, যারা যারা এই ম্যাচের জন্য টিকিট কিনেছি তারা সবাই একই সঙ্গে পতাকা, ব্যানার হাতে মাঠে যাবো মিছিল নিয়ে। এতে করে ভারতের সমর্থকরাও দেখবে আমরা একা নই।’

তারা আরো বলেন, ‘আমরা শুরুতে ঠিক করেছিলাম মিছিল নিয়ে দলের পিছে পিছে যাবো। পরে সেই পরিকল্পনা বাদ দিয়েছি।’

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে জানিয়ে আশরাফুল ওয়াদুদ বলেন, ‘ক্রিকেট নিয়ে বাংলাদেশী সমর্থকদের উন্মাদনায় দারুণ খুশি বার্মিংহাম পুলিশও।’

দুলাল বলেন, ‘আমরা পুলিশের কাছে গিয়ে অনুমতি চেয়েছি। ওরা একটু অবাক হলেও বেশ মজাও পেয়েছে। বলেছে তোমরা যে এত কিছু করেছ তা কী জানে তোমাদের দল? আমরা বলেছি জানে। পরে তারা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রার অনুমতিও দিয়েছে।’

বার্মিংহামের এজবাস্টনে আজ মঙ্গলবার (২ জুলাই) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। তবে এমন উত্তেজনার ম্যাচে মাঠের দখল নিতে ব্যর্থ হয়েছে টাইগার সমর্থকরা। বেশির ভাগ টিকিটই কিনে ফেলেছে ভারতীয়রা। যে কারণে তাদের কাছ থেকেই দ্বিগুণ-তিনগুণ দামে টিকেট সংগ্রহ করতে হচ্ছে বাংলাদেশি সমর্থকদের।

এ নিয়ে সাইফুল রেজা পথিক বলেন, ‘আমাদের এখানে টিকিটের যে কী হাহাকার বলে বুঝাতে পারবো না, প্রতিদিন টিকিটের জন্য ১০০ থেকে ২০০ জন ফোন করেন বিভিন্ন জায়গা থেকে। বড় বিষয় হলো এখানে ৬০ পাউন্ডের টিকিট এখন কিনতে হচ্ছে ১৫০ পাউন্ডে। ভারতের অনেক সমর্থকই এখন এই টিকিট বিক্রি করছে চড়া দামে। আমাদের দর্শকদের বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে। যে যেখান থেকে পারছে টিকিট সংগ্রহ করার আপ্রাণ চেষ্টা করছে।

সিলেটভিউ২৪ডটকম/ ০১ জুলাই ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.