আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

লন্ডনের শ্যাডওয়েল লেবার পাটির নতুন কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৫ ১৭:২৭:৫৮

রুহুল আমিন, লন্ডন :: পূর্ব লন্ডনের শ্যাডওয়েল লেবার পার্টির আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পূর্ব লন্ডনের এক হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সুন্দর মিয়াকে চেয়ারম্যান ও রুহুল আমিনকে সেক্রেটারী করে একটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হল- ভাইস চেয়ারম্যান জোলেখা খাতুন, ট্রেজারার আমিনা বেগম, মহিলা অফিসার নুসরাত ফেরদৌস, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুস শুক্কুর, ইনপ্লয়মেন্ট সেক্রেটারী কাজী মো. ইকবাল হোসেইন, ক্যাম্পেইন অফিসার ছাবির মিয়া, মেম্বারশীপ সেক্রেটারী সাব্বির উদ্দিন, ইকুউলিটি সেক্রেটারী মোহাম্মদ ইসলাম উদ্দিন, পলিটিক্যাল ও এডুকেশন সেক্রেটারী মো. এমরান আহমদ, কমিউনিকেশন সেক্রেটারী শাহ মারুফ লিলু।

ওয়েলফেয়ার সেক্রেটারী তুহিন হোসেইন, বিএমএমই মোহাম্মদ জাহেদী ক্যারল, পাবলিসিটি সেক্রেটারী আমিনুর চৌধুরী, ইনভয়মেন্ট সেক্রেটারী আবুল কাসেম মো. হেলালা, হেলথ্ এন্ড ওয়েলবেহেবিয়ার সেক্রেটারী মাহমুদ খান সবুজ, হিউম্যান রাইট সেক্রেটারী জাকির হোসেইন, জিসি ডেলিগেইট সুন্দর মিয়া, জাকির হোসেইন, আব্দুস শুক্কুর, সাব্বির উদ্দিন, আবুল কাসেম মো. হেলাল, ছাবির মিয়া, নুসরাত ফেরদৌস, জোলেখা খাতুন, ফাতিমা ফেরদৌস, রুমা খানম, আমিনা বেগম, ইয়ুথ সেক্রেটারী নাজিফা সাইমা আহমেদ।

এজিএম এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আফসানা বেগম, এডাম অলনাট, আছর আনজুম, সেবুল খান।



সিলেটভিউ২৪ডটকম/০৫ জুলাই ২০১৯/আরএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া