আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাজ্যে এমপি রোশনারা আলীকে সংবর্ধনা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২৫ ১৩:৩১:৪৮

ফখরুল আলম, লিভারপুল :: ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে যুক্তরাজ্যের অন্যতম চ্যারেটি সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে এর উইরাল শাখা ও উইরাল বাংলাদেশী কমিউনিটির যৌথ উদ্যেগে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বৃটিশ এমপি রোশনারা আলীকে সবংর্ধনা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রোশনারা আলী বলেন- লেবার দলকে সামনে ক্ষমতায় আনতে এখন থেকে সব কমিউনিটির লোকজন সক্রিয় হয়ে কমিউিনিটিতে কাজ করতে হবে। তাছাড়া নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশী সহ সব কমিউনিটির লোকজনকে লেবার দলে যোগ দেওয়ার আহব্বান জানান।

রবিবার উইরাল ম্যাল্টিকালচারেল সেন্টারে স্থানীয় এমপি, বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে অনুষ্টিত সংবর্ধনা সভায় উইরালবাসীর ভালবাসায় সিক্ত হলেন রোশনারা আলী এমপি।

কমিউনিটি ব্যক্তিত্ব সাইফ উল্লা সাঈদ এর সভাপতিত্বে এবং এনামুল হক এনাম ও রাজা মওলার যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সংবর্ধনা সভা শুরুর প্রথমেই অতিথিতের ফুল দিয়ে বরণ করে নেন জিএসসি উইরাল শাখা ও উইরাল বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জিএসসি উইরাল শাখার চেয়ারপার্সন কয়ছর মিয়া।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাঞ্জেলা ইগল ,জিএসসি’র সেন্ট্রাল চ্যারেটি কর্ডিনেটর মনছব আলী জেপি সহ বিভিন্ন কমিউনিটির লেবার দলের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন- রোশনারা আলী হলো সিলেটের বিশ^নাথের সোনার মেয়ে। ২০১০ সালে প্রথম লন্ডন সিটির বেথনালগ্রীন এন্ড বো আসন থেকে লেবার পার্টির মনোনয়েন নিয়ে ব্রিটিশ পার্লামান্টে প্রথম বাংলাদেশী হিসেবে এমপি নির্বাচিত হয়ে বিশে^র দরবারে বাংলাদেশীদের সম্মান অনেক উচুতে নিয়ে গেছেন।

 বক্তারা আরো বলেন রোশনারা আলী হলেন আমাদের আগামী প্রজম্মের জন্যে অপ্রপথিক। তারঁ দেখানো পথ ধরেই ব্রিটিশ পার্লামেন্টে আগামীতে আমাদের বাংলাদেশীরা আরো বেশী করে স্থান করে নেবে। রোশনারা আলী‘র এই সাফল্যেতা যা যুগ যুগ ধরে আমাদের অনাগত প্রজম্মকে দারুন প্রেরণা যোগাবে।

অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব কাজী শাহাব উদ্দিন, লালা মিয়া, মুজ্জমিল আলী, আছদ্দর আলী, হান্নান মিয়া, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, কছত্তর আলী, মানিক মিয়া, ছিদ্দিক আলী, নোমান আহমেদ, সামছুন্নর, আকবর আলী, আব্দুল হক, জালাল আলী, কোহিনুর মিয়া, নুর হোসেন জমশেদ ,আনছার মিয়া চৌধুরী, কামরুল ইসলাম ,আবুল কালাম, শিশু মিয়া প্রমুখ।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তোলেদেন উইরালে বসবাসকারী বাংলাদেশী নেতৃবৃন্দরা।

অনুষ্টানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্যে উইরালের বিশিষ্ট মুরুব্বী মুজ্জমিল আলীর হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তাছাড়াও উইরাল বাংলাস্কুলের বিশেষ অবদানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী কে সম্মাননা জনোনো হয়। পরিশেষে এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী আব্দুল আজিজ সাগর।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া