Sylhet View 24 PRINT

লন্ডনে ‘আমার গাঁও- আমার ভালোবাসা’ প্রামান্য চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০১ ১৫:৪৬:০৩

উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক, বুদ্ধিজীবী ড. জি সি দেব, সিলেট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র দুলাল চন্দ্র রায় বাহাদুর, ঐতিহাসিক নানাকার বিদ্রোহ আন্দোলনের পুরোধা অজয় ভট্টাচার্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি ও পাক ভারত স্বাধীনতা আন্দোলনের সৈনিক, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ সহ অনেক গুনীজনের শৈশব স্মৃতি বিজড়িত গ্রাম লাউতা বাউরভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাংবাদিক নুরে আলম রব্বানীর গ্রন্থনা ও সম্পাদনায় নির্মিত প্রামাণ্য চিত্র ‘আমার গাঁও-আমার ভালোবাসা’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠান পুর্ব লন্ডনের দারুল উম্মাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাউরভাগ ডেভেলপমেন্ট কমিটি ইউকের পৃষ্ঠপোষকতায় ও ময়নুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাউরভাগ ডেভলপমেন্ট কমিটির সভাপতি আব্দুর রশিদ ডালিম।

প্রামাণ্য চিত্র প্রদর্শন কালে অনেকই তার প্রিয় গ্রামের গৌরবের ইতিহাস ঐতিহ্য জানতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়ে, তাদের স্মৃতিতে ভেসে ওঠে ফেলে আসা শৈশবের সেই প্রিয় গ্রাম। বৃটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম খোজে পায় শেকড়ের সন্ধান।

প্রামাণ্যচিত্র তৈরীর মুল লক্ষ্য সম্পর্কে নুরে আলম রব্বানী বলেন, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে এর প্রদর্শনী হবে, এবং এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও গুনীজনের পরিচিতি টুকু বিশ্বের দরবারে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলর আব্দুল আসাদ, বিডিসি’র প্রধান উপদেষ্টা আবুল লেইছসহ অন্যান্যরা।

বক্তারা বলেন- নুরে আলম রব্বানীর এই কাজের জন্য সত্যিই প্রশংসার দাবিদার এই ডকুমেন্টারিতে খুঁজে খুঁজে অনেক তথ্য তুলে ধরে তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.