আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দারুল কিরাত কার্ডিফ জালালিয়া মসজিদের পুরুষ্কার বিতরণ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৬ ০৯:৪০:৫৭

সিলেটভিউ ডেস্ক ::বৃটেনের ওয়েলসের রাজধানীর কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত দারুল কিরাত-২০১৯ এর পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান রবিবার ২৫শে আগস্ট অনুষ্ঠিত হয়।
কার্ডিফ জালালিয়া মসজিদের প্রেসিডেন্ট আলহাজ্ব লিলু মিয়ার সভাপতিত্বে ও প্রধান ক্বারী  মোহাম্মদ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ওয়েল ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির,  ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, সাংবাদিক মকিস মনসুর, বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশন কার্ডিফ এর সেক্রেটারি আসকর আলী,জালালিয়া মসজিদের ট্রাস্টি খাদিমুল ইসলাম, আনসার মিয়া,আবু তাহের চৌধুরী, আলমগীর আলম, আমিনুর রহমান, শাহাদাত আলী খান,আলহাজ আলী, লন্ডনসিলেট নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোজাম্মেল আলী, জহির আলী, শিক্ষক ক্বারীয়া তাসনিম সহ প্রমুখ। 
অনুষ্ঠানের ভিডিও ধারণ করেন ফটো সাংবাদিক আব্দুল কাদির।

ছালিছ জামাতের ছাত্র আব্দুল মুস্তাকিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনাকীর্ণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দারুল কিরাত কোর্সের দ্বারা কমিউনিটির নবপ্রজন্মের শিশুদের পবিত্র কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াতের এক বিশাল অনুশীলন চলে আসছে। দারুল কিরাতের সুফল ইতিমধ্যেই পাওয়া শুরু করেছে। কার্ডিফ জালালিয়া মসজিদ শাখা থেকে অধ্যয়ন করে ১০/১২ জন ক্বারী সনদ লাভ করেন। যা বৃটেনের মত জায়গায় সত্যিই মুসলিম উম্মাহর খুশির খবর।
বক্তারা দারুল প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব ক্বিবলা ফুলতলী রহ: স্বরণে দোয়া করে কার্ডিফ দারুল কিরাত শাখার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জামাতে সূরা থেকে রাবে পর্যন্ত উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন উপস্থিত অতিথি ও অভিভাববৃন্দ। জামাতে সুরা ক শাখায় ১ম স্থান কিবরিয়া আহমদ,২য় স্থান রাকিবুল ইসলাম;খ শাখায় ১ম স্থান আব্দুল রাফি,২য় স্থান মির্জা আহমদ; জামাতে আউয়াল ১ম স্থান রওনক আলী,২য় স্থান ইব্রাহিম শাফি; জামাতে ছানী ১ম স্থান ইমাদুর রহমান,২য় স্থান মারয়াম চোধুরী; জামাতে ছালিছ ১ম স্থান এস কে চৌধুরী,২য় স্থান আব্দুল মুস্তাকিম; জামাতে রাবে ১ম স্থান তামিমা চৌধুরী,২য় স্থান মাহিদুর রহমান।  
সম্মানিত শিক্ষক হিসেবে দারুল কিরাতে ছিলেন: নাজিম মাওলানা আব্দুল মুক্তাদির,সহ নাজিম হাফিজ মাওলানা ফারুক আহমদ, প্রধান ক্বারী মোজাম্মেল আলী, সহকারী ক্বারী আসাদুল হক, হাফিজ ইমরান আহমদ, ক্বারী জামি চৌধুরী,ক্বারীয়া নূরী ও ক্বারীয়া তাসনিম।

এদিকে দারুল কিরাতের সার্বিক উন্নতিতে ১শ পাউন্ড প্রদানের মাধ্যমে দারুল কিরাতের লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দিয়েছেন যারা:জিলু মিয়া, হাফিজ মাওলানা ফারুক আহমদ, আব্দুল হান্নান শহীদুল্লাহ, আলমগীর আলম, জহির আলী, আসকর আলী,অজিহুর রহমান মিজান,আবু তাহের চৌধুরী, ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী, আনসার মিয়া, সাংবাদিক মকিস মনসুর,আলহাজ আলী, নাজির আহমদ, ক্বারী নুরুল ইসলাম।
সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির।

এদিকে দারুল কিরাত সফল করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় পূর্বক জালালিয়া মসজিদ কমিটি, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সর্বোপরি কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দারুল কিরাত কর্তৃপক্ষ।

সিলেটভিউ২৪ডটকম/২৬ আগস্ট ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া