Sylhet View 24 PRINT

তাফিদাকে বাঁচাতে বৃহস্পতিবার ক্যাম্পেইন সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ২০:২২:২৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: তাফিদা রাকিবের বয়স পাঁচ বছর। এই বয়সে হেসেখেলে বেড়ানোর কথা ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে গত ৭ মাস ধরে সে রয়েল লন্ডন হাসপাতালের বেডে লাইফ সাপোর্টে রয়েছে। এখন আর তাফিদাকে লাইফ সাপোর্টে রাখতে চাইছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরিবার, তাফিদার শুভাকাক্সক্ষী সবাই চান তাফিদা বেঁচে থাকুক সুন্দর এই পৃথিবীতে। বিষয়টি গড়িয়েছে আদালতে। এরকম অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে (Plaza de Trafalgar, Trafalgar Square, London WC2N 5DN) ক্যাম্পেইন সমাবেশের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্যাম্পেইন গ্রুপ ‘সিটিজেন গো, ইউকে’।

বাংলাদেশি বংশোদ্ভূত তাফিদা রাকিবকে বাঁচাতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই ক্যাম্পেইন সমাবেশ চলবে।

‘তাফিদাকে বাঁচান, মৃত্যুর দিকে ঠেলে দেবেন না’ শীর্ষক স্লোগানে এই ক্যাম্পেইন সমাবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেছে তাফিদার পরিবার। এজন্য বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা চাওয়া হয়েছে।

মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে শিশু তাফিদা রাকিব রয়েল লন্ডন হাসপাতালে লাইফ সাপোর্টে। তার পরিবার তাকে ইতালিতে নিয়ে চিকিৎসা করাতে চায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ লাইফ সাপোর্ট মেশিন খুলে ফেলতে তার পরিবারের অনুমতি চেয়ে চাপ দিচ্ছে বলে অভিযোগ তাফিদার মা আইনজীবী সেলিনা রাকিবের।

তাফিদার পরিবার তাকে ইতালিতে নিয়ে যেতে রয়েল লন্ডন হাসপাতালের ছাড়পত্র চাইলে তারা তা দিতে অপরাগতা প্রকাশ করে। এরপর আদালতের দ্বারস্থ হন সেলিনা রাকিব। অন্যদকি লাইফ সাপোর্ট খুলে তাফিদাকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রয়েল লন্ডন হাসপাতাল কর্তৃপক্ষও।

লাইফ সাপোর্ট খুলে ফেলার অনুমতি দিতে রয়েল লন্ডন হাসপাতালের অব্যাহত চাপে ‘সন্তানের জীবনাবসানের পক্ষে মা-বাবার সম্মতি দেয়া ধর্মীয় বিধান মতে পাপ’ ইসলামিক কাউন্সিল অব ইউরোপের দেয়া এমন ফতোয়া তাফিদার মা সেলিনা রাকিব আদালতে দাখিল করেন। এ নিয়ে লন্ডনের উচ্চ আদালতে শুনানিকালে হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো যুক্তি দেখিয়ে আদালতে তাফিদার পরিবারের মহিলা সদস্যের উপস্থিতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায়। তবে আদালত তা নাকচ করে দেন।

এদিকে, তাফিদার বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের মূলধারার সংবাদমাধ্যমগুলো সোচ্চার। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও হাসপাতালে তাফিদাকে দেখে এসে তার চিকিৎসার জন্য ইতালিতে নিয়ে যাওয়ার পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

তাফিদার মা সেলিনা রাকিব আহবান জানিয়ে বলেছেন, ‘দয়া করে বৃহস্পতিবারের ক্যাম্পেইন সমাবেশে উপস্থিত হয়ে আপনার সমর্থন প্রকাশ করুন। বার্টস  ট্রাস্টকে দেখান, আমরা তাফিদার জীবনশঙ্কায় চিন্তিত, জীবন রক্ষাকারী চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে তাা ইতালি যাওয়ার দাবিকে আমরা সমর্থন করি।’

বৃহস্পতিবার ট্রাফলগার স্কয়ারের ‘সিটিজেন গো’ সমাবেশে যেতে ইভেন্টব্রাইটে নিবন্ধন করতে ক্লিক করুন-
https://www.eventbrite.com/e/vigil-for-tafida-in-london-tickets-71793701895?utm-medium=discovery&utm-campaign=social&utm-content=attendeeshare&utm-source=strongmail&utm-term=listing

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.