আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবিতে লন্ডনে সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ২১:০৮:৪৫

সিলেট :: সুনামগঞ্জের জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যের দক্ষিন খুরমা, ভাতগাও, সিংচাপইর, চরমহল্লা ও জাউয়া ইউনিয়নের প্রবাসীরা সভা করেছেন।

জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন কমিটির ইউকে’র উদ্যোগে এ সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) পূর্ব লন্ডনের কেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী স্বঃতস্ফুর্তভাবে যোগ দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী।

জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক সিনিয়র পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার এবং যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম হীরার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দিন, কমিউনিটি নেতা সফিক আহমদ, সংগঠনের প্রধান উপদেষ্টা আরমান আলী ও পীর এম এ কাইয়ূম। সভার শুরুতে পবিত্র  কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ জিলু।

সভায় বক্তারা বলেন, দক্ষিন খুরমা, ভাতগাও, সিংচাপইর, চরমহল্লা ও জাউয়া ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন থেকে জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাকিতে বিভিন্ন সভা সমাবেশ ও আন্দোলন করে আসছে। তারা তাদের যুক্তিসঙ্গত দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন মাস্টার আব্দুল হাফিজ (সিংচাপইড়), মোঃ তাজ উদ্দিন (সিংচাপইড়), মোঃ জমসেদ আলী (চরমহল্লা), মোঃ আব্দুর রউফ, মোঃ আতাউর রহমান (ভাতগাও), মোঃ আস্কর আলী, কাজী ইকবাল হোসেন দেলোয়ার (জাউয়াবাজার), মোঃ আবুল বশর তালুকদার বায়েজিদ, মোহাম্মদ আলী তালুকদার (দক্ষিণ খুরমা), মাস্টার শাহীন খান (জাউয়াবাজার), মো. আনসার মিয়া (সিংচাপইড়), মোঃ রশিদ আহমেদ, মো. লিলু মিয়া, মোঃ আমির হুসেন (ভাতগাও), সাবেক কাউন্সিলর শাহ আলম,  মোঃ জয়নাল আবেদীন, মোঃ আযাদ মিয়া, মোঃ শামীম আলম (চরমহল্লা), মাহমুদ আলী, কাজী সাজিদুর রহমান লিলু, ইমরান রহমান (জাউয়াবাজার), ইকবাল হোসেন তালুকদার (দঃখুরমা) প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন হাজী সামসুল হক, মোঃ আনা মিয়া, নুরুল আলম, আনফর আলী, ওয়াসির আলী, গিয়াসউদ্দিন, হাজী সাহেব আলী, আব্দুস সালাম, আনোয়ার মিয়া, ফখরুল কালাম, মুফতি লুতফুর রহমান, মোঃ ইসমাইল আলী, মোঃ আব্দুর রহমান (বাবুল), হাজী আসগর খান, শওকত আলী, বুরহান উদ্দিন চুনু, মুজিবুর রহমান, আতিকুর রহমান আতিক, মোঃআব্দুল হাই, মুজাহিদুর রহমান, মতিন হোসাইন, টিপু মিয়া তালুকদার, মাছুম মিয়া তালুকদার, ঝিনুক মিয়া তালুকদার, মো. লুতফুর রহমান, শফিকুল ইসলাম, ছমির উদ্দিন, আজহার উদ্দিন, আল আমিন, মজলিস মিয়া তালুকদার, মুজিব কিবরিয়া তালুকদার, এম.এ. শহীদ তালুকদার, আশরাফ মিয়া তালুকদার রাজু, মখলিসুর রহমান, মোঃ আবুল কালাম, আব্দুল মুকিত, জামাল, আব্দুল গাফফার, কাশেম আলী (আবুল), স্রুুজ আলী, আবুল হাসনাত, মোহাম্মদ আলী, হেলাল ইসলাম, মাসুম আহমেদ, শহীদুজ্জামান সুজন, আনহার মিয়া, আব্দাল মিয়া, আজিজুর রহমান, মো. সাজুল মিয়া তালুকদার, মো. রনি মিয়া তালুকদার, আবু খালেদ পীর (লিপেন), শাহীন আহমেদ, পীর ইমরান আহমেদ অপু, তোফায়েল আহমেদ পায়েল, ফয়ছল আহমেদ, কবীর আহমেদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া