আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যুক্তরাজ্যে দিরাই-শাল্লাবাসীর সাথে এড. শামসুলের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২৩ ১২:৩৮:০৯

যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লাবাসীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম। সোমবার রাতে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে দিরাই শাল্লাবাসীদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিজিল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, দিরাই ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী, নিউহ্যামের কাউন্সিলর আব্দুল আলী, সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সহ সভাপতি আব্দুল কাহার, আব্দুল মান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের নির্বাহী সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ, কামরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন আতা, স্পেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, লন্ডন মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, নিউহ্যাম আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ। দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী।

বক্তব্য রাখেন দিরাই শাল্লার প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় এডভোকেট শামসুল ইসলাম বলেন বাংলাদেশ আর এখন পিছিয়ে নেই, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ দেশে পরিণত হয়েছে, কয়েক বছর আগেও বিশ্বে বাংলাদেশ একটি ক্ষুধা, দারিদ্র এবং প্রাকৃতিক দুর্যোগপীড়িত দেশ হিসেবে পরিচিত ছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ তা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে বিধবারা ভাতা পায়, গর্ভবতী মায়েরা ভাতা পায়, প্রতিবন্ধীরা ভাতা পায়, আদিবাসী শিক্ষার্থীরা ভাতা পায়, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। মানুষের ৫টি মৌলিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অপ্রতিরোধ্য উন্নয়নকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ কে বার বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া