আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

গোবিন্দগঞ্জের মাওলানা ইয়াকুব আলী হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২৬ ২১:৫৮:৩৪

সিলেট :: কতিপয় দুষ্কৃতিকারীদের হামলায় সম্প্রতি ছাতকের শিবনগর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান, মসজিদের মোয়াজ্জিন মাওলানা ইয়াকুব আলীকে হত্যার প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর গোবিন্দগঞ্জবাসী।

সোমবার পূর্বলন্ডনের ব্রিকলেইন কমিউনিটি সেন্টার হলে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিসিএর সিনিয়র সভাপতি ফজল উদ্দিন। এলাকার প্রবাসী, যুব সংগঠক মুজিবুর রহমান মুজিব ও নাদির আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রবীণ ক্যাটারার আখলাকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ আশিকুর রহমান আশিক, জুনেদুর রহমান জুনেদ, আওলাদ আলী রেজা, সাবেক কাউন্সিলর আয়ুব করম আলী, সাবেক কাউন্সিলর ডক্টর নজরুল ইসলাম ও মঈনুল ইসলাম খসরু। 

সভায় বক্তারা বলেন, মাওলানা ইয়াকুব আলী খুবই নিরীহ একজন মোয়াজ্জিন ছিলেন। তাকে নির্মম ভাবে হত্যা দেশে বিদেশে সকল প্রবাসীদের মনে আঘাত করেছে। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবী জানানো হয় সভায়। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের দৃষ্টি কামনা করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন আছাব আলী, কয়েস উদ্দিন, দুদু নিয়া, নানু মিয়া, আব্দুল ওদুদ তুহিন, আনা মিয়া, আজমল হোসেন, সেলিম চৌধুরী, আবু সাঈদ লিলু, আসকর আলী, তৈয়বুর রহমান,সমসু মিয়া, আবুল খয়ের সবুজ, রইছ আলী, মোহাম্মদ নিক্সন, নুরুজ্জামান, কবির আহমদ, আব্দুল ওয়াহিদ শাহীন ,আব্দুল মতিন প্রমূখ। সভায় নিহত মাওলানা ওয়াহিদের পরিবারকে সহযোগিতা করতে সকলকে আহবান জানানো হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৬ নভেম্বর ২০১৯/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া