আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যুক্তরাজ্যে যুবদলের সভায় হামলা: মানবন্ধনের ডাক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৯ ২৩:৪২:৩৪

লন্ডন সংবাদদাতা :: যুক্তরাজ্যে দুই যুবদল নেতার উপর ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আন্দোলনে নামছে সেদেশের ফ্রেন্ডস ক্লাব নামের একটি সংগঠন। আগামী ১৬ মার্চ বিকেল ৩টায় লন্ডনের আলতাব আলী পার্কে তারা একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। এরপরও যদি হামলাকারীর উপর দলীয় শাস্তি না আসে তাহলে দলের নেতাকর্মীদের নিয়ে লন্ডনে অবস্থানরত দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘরের সামনে অবস্থান কর্মসূচী পালন করবে বলে হুমকি দিয়েছে তারা।

ফ্রেন্ডস ক্লাব সংগঠনের পক্ষে সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা মহসিন মাহমুদ ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার গুটলু এ কর্মসূচীর ডাক দিয়েছেন।

জানা গেছে, গেল সপ্তাহে যুবদল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত একটি সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ইস্ট লন্ডনের আল হামরা রেস্টুরেন্টে আয়োজিত কর্মী সভার শেষ পর্যায়ে যুবদলের কয়েকজন নেতাকর্মীর উপর হকিস্টিক, বেইসবলের ব্যাট, গলফ ব্যাট, লাঠিসোঁটা নিয়ে দেশীয় কায়দায় হামলার ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত হয়েছেন, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতা আব্দুল খয়ের ও শিপন চৌধুরী। যুবদল নেতা শিপন বর্তমানে ইষ্ট লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এ ঘটনার পরপর যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটি মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কমিউনিটির নেতৃবৃন্দরা বলছেন, এ ধরণের হামলা কমিউনিটির মানুষেরা মেনে নিতে পারে না। এ ঘটনা ব্রিটেনের বাংলাদেশী মানুষের উপর প্রভাব ফেলবে। কমিউনিটির মানুষের ভাবমূর্তি বিনষ্ট করেছে হামলার সাথে জড়িতরা।  

মানববন্ধনের আয়োজকরা বলছেন, কমিউনিটির সর্বস্তরের মানুষ আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এতে যথাসময়ে উপস্থিত থেকে বাঙালি কমিউনিটির মর্যাদা রক্ষায় এ ধরণের অপতৎপরতা বন্ধে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ৯ মার্চ ২০২০/ এএস/জু আ


শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া