আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানালো 'ইউনিটি অব মৌলভীবাজার'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১১ ১৪:২০:৩৭

আতিকুল  ইসলাম : লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার  পিআরসি কমিটির এক সভা গতকাল বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনের উপস্থিতিতে ইউনিটি অব মৌলভীবাজার-এর  সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্তে এবং ইউনিটি অব মৌলভীবাজার সাধারন সম্পাদক কামরুজজামান খান কমরু ও সহ সাধারন সম্পাদক লিটন চৌধুরীর য়ৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ইউনিটি অব মৌলভীবাজার এর অন্যতম উপদেষ্টা  বিশিষ্ট কমিউনিটি লিডার  ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর. নিউহ্যামের কাউন্সিলার সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জসিম. সাবেক মেম্বার শেখ সালামত তালুকদার. সৈয়দ শামীম ইসলাম. আব্দুর  রউফ তালুকদার. সফিকুর রহমান. শামীম চৌধুরী.  আমজাদ হোসেন সানি. মোহাম্মদ মুহিবুর রহমান. সাদিকুর রহমান. রিংকু আহমেদ. রাসেল খান সেলিম আহমেদ. মাহফুজ আহমেদ. আতিকুল ইসলাম. সৈয়দ রুয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম খালেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া সভায় আমেরিকা থেকে আগত বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম কয়সর ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান আহমদ উপস্থিত ছিলেন।
 
সভার  শুরুতেই পবিত্র কোরআন  থেকে তেলওয়াত করেন ট্রেজারার  সফিকুর রহমান ও  দোয়া  পরিচালনা করেন সহ সাধারন সম্পাদক আমজাদ হোসেন  সানি.।

সভায় সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন ও মৌলভীবাজার সরকারি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং  মৌলভীবাজার শহরকে সুন্দরতম করার লক্ষ্যে ডাস্টবিন বক্স এবং ফুলের বাস্কেট প্রদানে ইতিমধ্যে যারা অর্থ  প্রদান ও সহযোগিতা  করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। সভায়  ইউনিটি অব মৌলভীবাজার এর সহ সাধারন সম্পাদক আমিনুর রহমান কাবিদ সহ সকল অসুস্থ রুগীদের সুস্থতা কামনা সহ প্রয়াত কমিউনিটি লিডার এম আলাউদ্দিন আহমদ. সাংবাদিক ইসহাক কাজল ও শিক্ষক স ব ম দানিয়াল স্যার এর আত্তার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। সভায় বক্তারা অবিলম্বে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও  একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মানণীয় প্রধানমন্ত্রী নিকট জোর দাবি জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ মার্চ, ২০২০/ এ.আই / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া