আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বৃটেনে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো সিলেটের সুলতান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১৪:০১:০২

করোনা ভাইরাসে যখন পুরো দুনিয়া আক্রান্ত, বিশ্বের সব ক্ষমতাশালী দেশ যখন দিন রাত অস্বস্তিতে সময় পার করছে। সন্তান যেতে পারছেনা মায়ের কাছে, মা শেষ বিদায় দিতে পারছেনা তার সন্তানকে এমন কঠিন সময়ে বৃটেনে বাংলাদেশী বংশদ্ভূত এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাড়িয়েছেন।

তার চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান (রয়েল কর্ণোয়েল হসপিটাল) ইংল্যান্ডের টোরে'র কর্ণোয়েল নাজিম টেইকউয়ে থেকে প্রতি বুধবার ঐ এলাকার রয়েল কর্ণোয়েল হসপিটালে শতাধিক দায়িত্বরত ডাক্তার নার্স, স্টাফদের ফ্রি খাবার ব্যবস্থা করে উদারতার মাহানুভবতার পরিচয় দিলেন। যা বাঙালি কমিউনিটির জন্য একটি উদাহারণ হয়ে থাকবে।

এ বিষয়ে আলাপকালে নাজিম টেইকউয়ে সত্ত্বধীকারী সুলতান আহমদ জানান, পৃথিবী চরম ক্রাইসেস টাইম পার করছে। এমন কঠিন সময়ে মানুষ হিসেবে আক্রান্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি, সেজন্য সপ্তাহে একদিন সাধ্যমত সেবাদানকারী ডাক্তারদের খাবার দিচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের বাঙালি কমিউনিটির যাদের এমন সহযোগিতা করার সুযোগ আছে তারা সবাই যার যার অবস্থান থেকে ইংল্যান্ড এবং সেই সাথে বাংলাদেশেও এমন সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দিবেন।

উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা (লাম্বাবাড়ি) গ্রামের নাজিম উদ্দিনের সন্তান সুলতান আহমদ এবং সুফিয়ান আহমদ।

এদিকে ইংল্যান্ডে করোনায় সর্বশেষ আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২শত ৪২জন। এরমধ্যে মারা গেছেন ৬ হাজার ১৭১ জন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া