Sylhet View 24 PRINT

বৃটেনে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো সিলেটের সুলতান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১৪:০১:০২

করোনা ভাইরাসে যখন পুরো দুনিয়া আক্রান্ত, বিশ্বের সব ক্ষমতাশালী দেশ যখন দিন রাত অস্বস্তিতে সময় পার করছে। সন্তান যেতে পারছেনা মায়ের কাছে, মা শেষ বিদায় দিতে পারছেনা তার সন্তানকে এমন কঠিন সময়ে বৃটেনে বাংলাদেশী বংশদ্ভূত এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাড়িয়েছেন।

তার চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান (রয়েল কর্ণোয়েল হসপিটাল) ইংল্যান্ডের টোরে'র কর্ণোয়েল নাজিম টেইকউয়ে থেকে প্রতি বুধবার ঐ এলাকার রয়েল কর্ণোয়েল হসপিটালে শতাধিক দায়িত্বরত ডাক্তার নার্স, স্টাফদের ফ্রি খাবার ব্যবস্থা করে উদারতার মাহানুভবতার পরিচয় দিলেন। যা বাঙালি কমিউনিটির জন্য একটি উদাহারণ হয়ে থাকবে।

এ বিষয়ে আলাপকালে নাজিম টেইকউয়ে সত্ত্বধীকারী সুলতান আহমদ জানান, পৃথিবী চরম ক্রাইসেস টাইম পার করছে। এমন কঠিন সময়ে মানুষ হিসেবে আক্রান্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি, সেজন্য সপ্তাহে একদিন সাধ্যমত সেবাদানকারী ডাক্তারদের খাবার দিচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের বাঙালি কমিউনিটির যাদের এমন সহযোগিতা করার সুযোগ আছে তারা সবাই যার যার অবস্থান থেকে ইংল্যান্ড এবং সেই সাথে বাংলাদেশেও এমন সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দিবেন।

উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা (লাম্বাবাড়ি) গ্রামের নাজিম উদ্দিনের সন্তান সুলতান আহমদ এবং সুফিয়ান আহমদ।

এদিকে ইংল্যান্ডে করোনায় সর্বশেষ আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২শত ৪২জন। এরমধ্যে মারা গেছেন ৬ হাজার ১৭১ জন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.