আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনে এনএইচএস’র চিকিৎসক ও নার্সদের পাশে দিলশাদ রেস্টুরেন্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-১৭ ০০:৪৯:১৮

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাজ্যে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অক্লান্ত কাজ করে যাচ্ছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) এর চিকিৎসক এবং নার্সরা। ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক এবং নার্স মারা গেছেন বলে জানা গেছে।

দিনরাত অক্লান্ত কাজ করে যাওয়ার ফলে এসব চিকিৎসক ও নার্স খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন না। খাবার না খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছে লন্ডনের ঐতিহ্যবাহী ‘দিলশাদ রেস্টুরেন্ট’।

রেস্টুরেন্টের পক্ষ থেকে তিনটি হাসপাতালের ৩১০ জন চিকিৎসক এবং নার্সকে খাবার পাঠানো হয়েছে। চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানিয়ে এই ধরণের খাবার প্রেরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা।

এই বিষয়ে দিলশাদ রেস্টুরেন্টের অন্যতম স্বত্ত্বাধিকারী ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটভিউকে বলেন, কোভিড-১৯ এর চিকিৎসায় নিয়োজিত বিশ্বের সকল চিকিৎসক ও নার্সদের প্রতি পুরো মানবজাতি কৃতজ্ঞ। তাদেরকে কেবল ধন্যবাদ জানানো যথেষ্ট নয়। তাদের কাছে আমরা ঋণী। আমাদের পারিবারিক প্রতিষ্ঠান দিলশাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার উপহার হিসেবে আমরা খাবার পাঠিয়েছি। আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ এপ্রিল ২০২০/পিডি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া