আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ব্রিটিশ নাগরিকদের পাশে দাঁড়ালেন বাঙালি রেস্টুরেন্ট মালিকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-১১ ২০:১৮:৩২

সিলেট :: যুক্তরাজ্যের নাগরিকদের বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা।। বিশ্ব মহামারী কোভিড-১৯ তথা করোনা ভাইরাস সংকটকালে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তেমনি সে দেশের নাগরিকদের পাশেও। বিশেষ করে যুক্তরাজ্যের বাংলাদেশী রেস্টুরেন্ট মালিকরা ব্রিটিশ নাগরিকদের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন। বাংলাদেশি এসব ব্যবসায়ী যুক্তরাজ্যের বিভিন্ন পেশার লোকদের হাতে তুলে দিচ্ছেন সাপ্তাহিক খাদ্য।

বাংলাদেশের যেকোনো দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে আসছেন প্রবাসীরা। এবার প্রবাসেও ভূমিকা রাখছেন তারা। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই খাদ্য সামগ্রী বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ। নিজ উদ্যোগে ও নিজ নিজ এলাকায় তারা হাসপাতালের নার্স, পরিবহন শ্রমিক, শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফদের মধ্যে ওই খাদ্য সামগ্রি বিতরণ করে আসছেন।

সংগঠনের সভাপতি এম. এ মুনিম, সাধারণ সম্পাদক মিতু চৌধুরী জানিয়েছেন, তারা খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। লকডাউন পর্যন্ত খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার পর সদস্যরা এগিয়ে আসছেন।

অক্সফোর্ড এলাকার জাফলং রেষ্টুরেন্টের মালিক ও বাংলাদেশ ক্যাটারস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. শাকুর আলী বলেন, এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ইংল্যান্ডের বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনা সংকটকালে তাদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে, শাকুর আলী আরো বলেন, যুক্তরাজ্যে ১২ হাজার রেস্টুরেন্ট বাংলাদেশীদের মালিকানাধীন। সংগঠনের পক্ষ থেকে এবার ব্রিটিশ নাগরিকদের খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুন ২০২০/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া