Sylhet View 24 PRINT

কালামের প্রতি চ্যানেল এস’র তাজ চৌধুরীসহ প্রবাসীদের মহানুভবতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২২ ২৩:২১:৩১

বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য :: জটিল রোগে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের কালাম আহমদ ও তার ভাই। কালামের এই কঠিন অবস্থায় বিলেত প্রবাসী সাংবাদিক আহাদ চৌধুরী বাবুকে তার ছেলেবেলার সহপাঠী ডা. আবুল কালাম শাহীন, সোহরাব হোসেন পবলু ও শাহ ফখরুল ইসলাম বিষয়টি নিয়ে মানবিক বিবেচনায় সহযোগীতার অনুরোধ করেন।

আহাদ চৌধুরী বাবু বিষয়টি চ্যানেল এস’র এমডি বিশিষ্ট সমাজসেবী তাজ চৌধুরীকে অবহিতকরেন। এ ব্যাপারে চ্যানেল এস’র সিলেটের চিফ রিপোর্টার সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুও একটি রিপোর্ট করেন। যেটি চ্যানেল এস-এ প্রচারিত হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারনে ফান্ড সংগ্রহের কাজ শুরু করা যায়নি। যদিও এই রিপোর্ট দেখে বিলেত প্রবাসী অক্সফাম ম্যানেজার আহাদ চৌধুরী বাবুর বোন নাজনীন ইসলাম ও আরেক প্রবাসী নাম না প্রকাশ করে কিছুটা সাহায্য করেন।

চলতিমাসে ঢাকাতে জরুরী ভিত্তিতে কালামের ৭ম অপারেশন হয় এবং সিলেট ফেরে জটিলতা দেখা দিলে আবারো অপারেশনের জন্য সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই পরিস্থিতিতে আহাদ চৌধুরী বাবু ফান্ড সংগ্রহে উদ্যোগী হন। চ্যানেল এস’র এমডি একাই ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা ও লন্ডন প্রবাসী সাবেক ফুটবলার দিপন উদ্দিন ও খালেদ আহমদের পরিবার ২০ হাজার টাকা, এনামুল হক লিটনদের মানবিক সংগঠন ‘টিম সেভেন’  ১৫ হাজার টাকা, আমজদিয়া ফাউন্ডেশনের পক্ষে রওশন নূরানী ১৭ হাজার ৫০০ টাকা, উদয়ন তরুন সংঘের সাবেক সভাপতি বিলেত প্রবাসী কবি শামীম আহমদ ১০ হাজার টাকা, আতাউর রহমান ৫ হাজার টাকা, উদয়নের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী শহিদুল ইসলাম মামুন ও আহাদ চৌধুরী বাবু ৫ হাজার টাকা সহায়তা  প্রদান  করেন।

সোমবার কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমের নেতৃত্বে একটি টিম কালামের  চৌকিদেখীস্থ বাসায় গিয়ে তার হাতে নগদ ১ লক্ষ ২২ হাজার পাঁচশত টাকা তুলে দেন। এ সময় চ্যানেল এসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মঞ্জু উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহরাব আহমদ পবলু, রনি পাল, মেহবুব আহমদ, আহমদ সাকিব ও সাদ্দাম আহমদ। মানবিক এই উদ্যোগের সাথে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানান কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম।

সিলেটভিউ২৪ডটকম/ ২২ জুন ২০২০/ বাবু/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.