আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনে কামরানের রেখে আসা স্মৃতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৭ ১৩:০৩:৩৫

কামরানের দুই ওভারকোট, অগোছালো বিছানা এবং কামরানের সাথে কয়েস চৌধুরী




|| অজয় পাল ||
ওয়ারড্রবে ঝুলে আছে দুটি ওভারকোট, বিছানাটা এখনো অগোছালো, ওয়াশিং রুমে টুথব্রাশসহ কিছু প্রসাধনী এবং ঘরের এক কোণে পড়ে আছে ব্যবহৃত চপ্পল । এসবই সিলেটের সাবেক মেয়র সদ্যপ্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের সর্বশেষ লন্ডন সফরে এসে রেখে যাওয়া স্মৃতির কষ্ট জাগানিয়া উপকরণ ।

ছোট ছেলে ইমরান আহমদ আদনানের বিয়ে উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি লন্ডন সফরে এসে কামরান আতিথ্য গ্রহণ করেন লন্ডনের পরিচিত মুখ কয়েস চৌধুরীর 99 Blackwall Way- এর ৫১৩ নম্বর ফ্লাটে (E14 9QU) । বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে বিয়ের অনুষ্ঠান শেষে কামরান ১৫ মার্চ সিলেটের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন । লন্ডন ছাড়ার পূর্বে কয়েস চৌধুরী ওভারকোটসহ অন্যান্য জিনিসপত্র লাগেজ বন্দী করতে চাইলে কামরান বাঁধা দিয়ে বলেন- এসব থাক কয়েস ভাই, আমি শিগগিরই আবার আসছি তখন নিয়ে যাবো । থেকে যায় সব জিনিসপত্র ।

কামরানের সাথে কয়েস চৌধুরীও সিলেট চলে যান । সিলেটে বিভিন্ন ত্রাণ কর্মসূচিতে কামরানের সাথে কয়েস চৌধুরীও ছায়াসঙ্গী হিসেবে যোগ দিতেন । এদিকে সিলেট তথা দেশবাসীকে কাঁদিয়ে গত ১৫ জুন কামরান না ফেরার দেশে চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়া কয়েস চৌধুরী দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে গত ২১ জুন লন্ডন ফিরে আসেন । পরদিন ফেসবুকের লাইভে এসে কয়েস চৌধুরী হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন কামরানের স্মৃতিচারণ করে ।
কামরানের রেখে যাওয়া জিনিসপত্রের উল্লেখ করে কয়েস বলেন, ‘ঘরে ঢুকতেই মনটা মোচড় দিয়ে উঠলো । চেয়ে দেখি কামরানের আগের রাতে ঘুমিয়ে যাওয়া বিছানাটা অগোছালো অবস্থায়ই পড়ে আছে । ওভারকোট দুটি যেনো হ্যাঙগারে ঝুলন্ত অবস্থায় রোদন করছে । যে দিকে তাকাই, দেখি তার অশরীরি উপস্থিতি আর তার দেহের ঘ্রাণ । এই ঘোর আমার কবে কাটবে জানিনা।’

লাইভ শেষে ফোনে কথা বললে কয়েস চৌধুরী জানান, কামরানের ঘুমিয়ে যাওয়া বিছানায় এখনো আমি ঘুমাতে শুরু করিনি । বিছানাটা এভাবেই পড়ে আছে এখনো । এই বিছানায় সহজেই কি ঘুমানো সম্ভব? কয়েস এও জানান, যথাশীঘ্র তার রেখে যাওয়া সব জিনিসপত্র সিলেটে কামরানের বাসায় পৌঁছে দেবেন । আমার কাছে থাকলে আমৃত্যু কষ্টের আগুনে পুড়তে হবে ।

লেখক: যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া