আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

হাফিজ মজির উদ্দিন ও খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে লন্ডনে শোক সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-০৮ ১২:২৯:০৬

সিলেট :: যুক্তরাজ্যের প্রবীন সমাজ সেবক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির ফাউন্ডার প্রেসিডেন্ট আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন ও আলহাজ্ব খন্দকার ফরিদ উদ্দিনে মৃত্যুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৬ সেপ্টেম্বর) লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফিজ সাজ্জাদুর রহমান।

দোয়া পরবর্তী শোক সভায় মরহুমদ্বয়ের জীবনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন। ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে এডভাইজার কমিটির সভাপতি আলহাজ্ব এম এ আহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মিডিয়া ব্যাক্তিত্ব মিছবাহ জামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রশীদ।

হাফিজ নাহমাদ মিছবাহ'র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মরহুম হাফিজ মজির উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এবং খন্দকার ফরিদ উদ্দিনের পরিবারের পক্ষে  গোলাপগজ্ঞ সোসিয়েল এন্ড কালচারাল ট্রাস্টের সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার আবদাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম, ইউনুস আলী, এম এ নুর, আজমল হোসেন, এনায়েত খান, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইসি মেম্বার শেখ ফারুক আহমদ, একাউন্টেন্ট রফিকুল হায়দার, সাংবাদিক জাকির আলী কয়েছ এবং আখদ্দছ আলী প্রমুখ।
সভার শেষ পর্যায়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ও স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে মরহুমদের মরণোত্তর সম্মাননা প্রধান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/৮ সেপ্টেম্বর ২০২০/প্রেবি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া