আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আল্লামা শফীর মৃত্যুতে বাংলাদেশী মুসলিমস্ ইউকে’র শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২৩ ০১:১৬:১৫

সিলেট:: হেফাজতে ইসলামের আমির বিশিষ্ট আলেম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশী মুসলিমস্ ইউকে নেতারা।

এক বিবৃতিতে তারা বলেন, ‘আল্লামা শফি ছিলেন বর্তমান সমসাময়িক বাংলাদেশের এক অনন্য প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেম। জীবনের দীর্ঘদিন তিনি ইলমে দ্বীনের এক অনন্য আদর্শ প্রতিষ্ঠান মঈনুল ইসলাম হাটহাজারী কাওমী মাদ্রাসার নেতৃত্ব দিয়েছেন। তার ছাত্ররা বর্তমানে দেশ বিদেশে ইসলামের দাওয়াত, তালিম, খেদমত এবং নেতৃত্ব আন্জাম দিচ্ছেন। তাঁর মৃত্যুতে ছাত্র, অনুসারী ও পরিবারসহ সকলে আজ গভীর ভাবে শোকাহত।’
নেতারা আরও বলেন, আল্লামা শফী দেশে-বিদেশে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে হারালো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি বাতিলের বিরুদ্ধে ইসলামী শক্তির সকল ঘরের প্রেরণার উৎস হিসেবে ইতিহাস হয়ে জাতির কাছে স্মরণীয় হয়ে আছেন।’
নেতৃবৃন্দ মরহুম আল্লামা শফীর রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশী মুসলিমস্ ইউকে’র সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম, সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক, মজলিসে কিয়াদত ও মজলিসে আমেলার সদস্য শেখ হাফিজ আবু সাঈদ, হাফিজ মাওলানা শামছুল হক, শেখ মাওলানা জমসেদ আলী, শেখ আব্দুল কাইয়ুম,শেখ এ কে এম মাওদুদ হাছান, শেখ মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল কাদির সালেহ,মুফতী সদর উদ্দীন, মাওলানা শোয়াইব আহমদ, শেখ ইমদাদুর রাহমান মাদানী, হাফিজ মাওলানা শফিকুর রাহমান, মাওলানা জিল্লুর রাহমান চৌধুরী, মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল হোসেন খান, মাওলানা আবুল হাসানাত চৌধুরী,মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা এফ কে এম শাহজাহান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ ২৩ সেপ্টেম্বর ২০২০/ প্রেবি/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া