আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রফিক-উল হকের মৃত্যুতে জিএসসি ইন ইউকের ওয়েলসের নেতৃবৃন্দের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৬ ১২:২৩:২৮

সিলেট :: বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের আইনাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সাউথ ওয়েলস রিজিওনাল প্রাক্তন  চেয়ারপার্সন ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর.  সাবেক কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সাউথ ওয়েলসের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার. ওয়েলসের  সাবেক চেয়ারপার্সন  আলহাজ্ব লিয়াকত আলী. সাবেক চেয়ারপার্সন এস এ রহমান মধু. সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ; গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের  সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন  কমিউনিটি সংগঠক আসকর আলী. ও সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির. এবং  ট্রেজারার এ বি রুনেল. ছাড়া ও ওয়েলসের  সহ সভাপতি আলহাজ্ব আসাদ মিয়া, আলহাজ্ব লিলু  মিয়া  জয়নাল উদ্দিন শিবুল. আলমগীর আলম. জহির আলী আক্তার. আব্দুর রুউফ তালুকদার. যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুর রহমান, আলহাজ্ব ছালিক মিয়া, সৈয়দ আমান উল্লাহ খোকন, ইউসুফ খাঁন জিমি, বদর উদ্দীন চৌধুরী বাবর, বেলায়েত হোসেন খাঁন, মুজিবুর রহমান মুজিব.  ফখরুল ইসলাম, ইকবাল আহমদ, আফজল চৌধুরী খোকন. আব্দুল ওয়াহিদ বাবুল, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, সহ প্রমুখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের আইনাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

শোকবার্তায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সাউথ ওয়েলস রিজিওনাল প্রাক্তন  চেয়ারপার্সন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে দেশবাসী একজন মেধাবী ও গুরুত্বপূর্ন নাগরিককে হারালো,যার ক্ষতি কোনোদিন পূরন হবার  নয় তিনি ছিলেন বাংলাদেশের আইনাঙ্গনের উজ্জ্বল এক  নক্ষত্র ; তিনি ছিলেন কালের স্বাক্ষী একজন নীতিবান মানুষ। তিনি সত্য কথা বলতে কখনো দ্বিধা করতেন না। তিনি জীবনে অনেক ভাল কাজ করেছেন ; অনেক চ্যারিটি সংস্খার মাধ্যেম গরীব দু:খি মানুষের সেবা করেছেন। প্রচুরসংখ্যক মানুষকে ফ্রি আইনী সেবা দিয়েছেন এই ক্ষণজন্মা পুরুষকে  মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ অক্টোবর ২০২০/প্রেবি/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া