Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধুর ঘাতকদের ফেরত দেওয়ার দাবিতে যুক্তরাষ্ট্রে আ.লীগের সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২১ ০০:৪০:৩১

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফেরত পাঠানোর দাবিতে গত রবিবার যুক্তরাষ্ট্রের আটলান্টার ডাউন টাউনস্থ সিএনএন ভবনের সন্নিকটে সমাবেশ করেছে জর্জিয়া আওয়ামী লীগ। দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত জর্জিয়া আওয়ামী লীগ ও জর্জিয়া যুবলীগের নেতা কর্মীরা সমাবেশে ব্যানার ও প্লেকার্ড নিয়ে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার দাবি জানান।
 
জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমানের পরিচালনায় এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মুহাম্মদ আলী বলেন, “এসব খুনিরা গত ৪৩ বছর ধরে বিদেশে মুক্ত জীবনযাপন করছে, এটি সত্যি আমাদের জন্যে দুঃখজনক”।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার বলেন, “খুনিদের দেশে ফেরত পাঠানোর আন্দোলনের পাশাপাশি আসুন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারকে সবাই মিলে ভোট দিয়ে আবারও নির্বাচিত করি”। মোল্লা কাওসার যুক্তরাষ্ট্রের আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের সময় স্বদেশে গিয়ে নৌকা মার্কায় নিজে ভোট প্রদানসহ আত্মীয়-স্বজন ও বন্ধুদের ভোটসমূহ নিশ্চিত করার আহবান জানান।

অন্যান্যের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহকারি আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, জর্জিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরল ইসলাম তালুকদার, জর্জিয়া আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান চৌধুরী সুহেল, মিনহাজুল ইসলাম বাদল, জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল হাসান এবং জর্জিয়া বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক সাদমান সুমন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, জনসংযোগ সম্পাদক মাহবুব আলম সাগর প্রমুখ। 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.