আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ নামের উৎপত্তি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৩ ১৪:১৭:৫৮

জুয়েল সাদত, ফ্লোরিডা :: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় ওরলান্ডোর আহমদ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

শুরুতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল্লাহ লিটন সভায় সভাপতিত্ব করার অনুরোধ জানান ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমানকে।

পরে আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন প্রবাসের নিউজের সম্পাদক জুয়েল সাদাত, ফয়জুল চৌধুরী, আলো আহমেদ, মোয়াজ্জেম ইকবাল, আসিফ কাজী,  শামীম মৃধা, ডা. সিরাজুল ইসলাম ও প্রকৌশলী ইকবাল হায়দার । অনুষ্টানে অতিথি হিসাবে ছিলেন ডা. আতিকুজ্জামান ও সাব্বির রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম বলেন, প্রবাসে বাংলাভাষার প্রতি আমাদের আরো বেশি যতœবান হতে হবে। নতুন প্রজন্মকে বাংলাভাষার প্রতি আরো আকৃষ্ট করতে হবে। আমরা যেন আমাদের উদাসীনতায় ভাষাকে অবমুল্যায়ন না করি। বাংলাভাষাকে আমাদের বিশ্বব্যাপী ছড়িতে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, ভাষার আন্দোলনই মুক্তিযুদ্ধের আন্দোলনকে বেগবান করেছে।

সভাপতির বক্তব্যে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান বলেন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বিগত ১৪ বছর থেকে জাতীয় দিবস পালন করে আসছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু আগামী ২৩ মার্চ বাংলাদেশ ডে পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

ভাষা দিবসের দ্বিতীয় পর্বে ছিল  বঙ্গবন্ধু শিল্পী গোষ্টির সংগীত পরিবেশনা। সেন্ট্রাল ফ্লোরিডার গুণীশিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। এতে সাব্বির রহমান, স্বপন অধিকারী, সায়মা সাব্বির, পলি ইসলাম সঙ্গীত পরিবেশন করেন।

তৃতীয় পর্বে  ছিল  ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত পৌণে ১২টায় শোভাযাত্রা।  প্রায় দুই শত প্রবাসী গভীর রাতে ভাষার গান গেয়ে শোভাযাত্রা করেন।

ভাষা দিবসের শেষ পর্বে ছিল শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ প্রথম পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদবেদিতে ফুল দেয়া শুরু হয়। পরে বরিশাল সমিতি, রাজশাহী সমিতি, নোয়াখালী সমিতি, বাংলাদেশ এসোসিয়েশন, জালালাবাদ এসেসাসিয়েশন, বাংলাদেশ সোসাইটি , কুমিল্লা সমিতিসহ বিভিন্ন জেলার সংগঠনের নেতৃবৃন্দরা শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ ফেব্রুয়ারি ২০১৯/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে