Sylhet View 24 PRINT

নিউইয়র্কে ড. মোমেনের সংবর্ধনা ৮ এপ্রিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৬ ০১:৩৭:৩৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর আমন্ত্রণে। ১০ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পম্পেওর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে স্টেট ডিপার্টমেন্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ৩ দশকের অধিক সময় যুক্তরাষ্ট্রে বসবাসের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ড. মোমেনকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন ২০০৯ সালে। ২০১৫ সালের অক্টোবরে বঙ্গবন্ধু কন্যার আহ্বানেই এ দায়িত্ব ছেড়ে স্থায়ীভাবে বাংলাদেশে গমন করেন ড. মোমেন।

জাতিসংঘে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালনকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অনন্য এক উচ্চচায় নিয়ে যেতে সক্ষম হন ড. মোমেন। সে আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আরও বৃহৎ পরিসরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এর আগে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। তাই তাকে বড় ধরনের শো-ডাউনে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। সংবর্ধনা সমাবেশে সহযোগিতা দিচ্ছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক-পেশাজীবী সংগঠন।

আগামী ৮ এপ্রিল  সন্ধ্যায় এই সংবর্ধনা সমাবেশ হবে জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে। হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ড. খন্দকার মনসুর এবং সেক্রেটারি আব্দুল কাদের মিয়া গতকাল রবিবার (২৪ মার্চ) জানান, ‘প্রবাসীদের পরীক্ষিত বন্ধু হিসেবে ড. মোমেনের এ সংবর্ধনা সমাবেশ ঘিরে বিপুল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.