Sylhet View 24 PRINT

নিউইয়র্কে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও কবিতা আবৃত্তি সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৮ ১৫:১০:৩৬

শাহ বদরুজ্জামান রুহেল, নিউইয়র্ক :: নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রবিবার রাতে নিউইয়র্কের ড্রাইভিং স্কুলের পার্টি হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাসিম হাসনু।

স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজির সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন চৌধুরী মুমিত তানিম।

শহীদদের স্মরণ করে বাংলাদেশের জাতীয় সঙ্গিত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সৃজনশীল সংগঠক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন।

বক্তব্য রাখেন- আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম. ডি. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, সহসভাপতি আবুল খায়ের আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার সদস্য দাউদ মিয়া, উদযাপন কমিটির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক  সারওয়ার চৌধুরী, হৃদয়ে বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও এশিয়া ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক ও পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টিবোর্ডের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজ উদ্দিন সোহাগ, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহিদ প্রমুখ।

আলোচনার পাশাপাশি কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণ চাঞ্চল্য এনে দেন- কবি ইমরান আলী টিপু, পল্লব সরকার, নারী সংগঠক ও কবি মাকসুদা আহমেদ, বদরুজ্জামান রুহেল, রেহানুজ্জামান রেহান, হাবিব ফয়েজি,  মাসুম আহমদ, জুঁই ইসলাম,আহমদ সহুল প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৮ এপ্রিল ২০১৯/এসবিআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.