আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্ট যুক্তরাষ্ট্রের সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ১২:৩৫:১৪

শাহ বদরুজ্জামান রুহেল, যুক্তরাষ্ট্র :: ২১ এপ্রিল সন্ধ্যা ৮ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্ট যুক্তরাষ্ট্রের এক সভা নিউ ইয়র্ক, ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জের প্রবীণ মুরব্বী আব্দুর রব দলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রাস্টি সংগ্রহের মাধ্যমে প্রস্তাবিত ফেঞ্চুগঞ্জ টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠায় সম্পৃক্ত হয়ে ফেঞ্চুগঞ্জের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। তাৎক্ষণিক ২০ জন ফাউন্ডার ট্রাস্টি ও ২ জন ট্রাস্টি হবার আগ্রহ প্রকাশ করেন এবং আরো ১৫ জন ট্রাস্টি হবার প্রতিশ্রুতি দেন। সবার সহযোগিতায় ট্রাস্টি সংখ্যা আরো বাড়ানোর জন্য কাজ করার প্রত্যয় ঘোষিত হয়। আগামী জুলাই মাসের শেষের দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্টিদের টাকা হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। রমাজানের ঈদের পরে ৯ জুন রবিবার পরবর্তী সাধারণ সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করা হবে।


সভায় উপস্থিত থেকে বক্তব্যের মাধ্যমে মতামত তোলে ধরেন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সভাপতি আব্দুস সহীদ দুদু, সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন লুকু, জুনেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হাসিম হাসনু, মাহবুব আলম মবু, জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, দেলোয়ার হোসেন হেলাল, সাহিদ মিয়া, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার ও বাংলা টাউন এর সত্তাধীকারী কাওছারুজ্জামান কয়েছ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও লেখক আহবাব হোসেন চৌধুরী খোকন, নাদির খান, জাহেদ চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া, ইসকন্দর আলী মিন্টু, ইকবাল হোসেন চৌধুরী ইকু, সামাদ মিয়া জাকের, নুরুজ্জামান লিপন, মোঃ টিপু সুলতান ও মোহাম্মদ শাহ মামুন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/শাবরু/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে