Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্রে হ্যাল্প ফর ফেঞ্চুগঞ্জ নামে নতুন চ্যারিটি সংগঠনের আত্মপ্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৮ ১৫:১৭:৫৩

যুক্তরাষ্ট্র প্রতিনিধি :: যুক্তরাষ্ট্রে হ্যাল্প ফর ফেঞ্চুগঞ্জ নামে একটি নতুন চ্যারিটি সংগঠন সম্প্রতি যাত্রা শুরু করেছে ।

২৬শে মে রাতে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে  অনুষ্ঠিত এক সভার মাধ্যমে ফেঞ্চুগঞ্জের কিছু উদ্যোমী মানুষের উদ্যোগে যাত্রা শুরু করেছে এই নতুন সংগঠন।

ফেঞ্চুগঞ্জের দরিদ্র ও অসহায়  মানুষকে সাহায্য করাই হচ্ছে এই সংগঠনের লক্ষ্য।

নিউইয়র্কের কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্টিত এই সভায় কাওছারুজ্জামান কয়েছ কে আহবায়ক ও শাহ বদরুজ্জামান রুহেল কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- আব্দুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন, লোকমান হোসেন লুকু ,হোসেন আহমদ, রেহানুজ্জামান রেহান  মোহাম্মদ রানা, ইব্রাহিম জাবেদ চৌধুরী, মোহাম্মদ ফখর উদ্দিন ও আব্দুল হান্নান ।

বর্তমানে স্বল্প পরিসরে সংগঠনের যাত্রা শুরু হলেও প্রয়োজনে এর কলেবর বৃদ্ধি করা হতে পারে।


সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০১৯/এসবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.