আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাষ্ট্রে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১০ ১৭:৩৪:৩৩

শাহ বদরুজ্জামানরুহে, নিউইয়র্ক :: যুক্তরাষ্ট্রে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান লেইছ চৌধুরীর সভাপতিত্বে ট্রাস্টিদের অনুদান হস্তান্তর অনুষ্ঠান বিষয়ে আলোচনা ও উদযাপন কমিটি করা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হচ্ছেন- জুনেদ আহমদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, আতাউর রহমান সেলিম, মাহবুব আলম মবু, আহবাব চৌধুরী খোকন, কাওছারুজ্জামান কয়েছ, লোকমান হোসেন লুকু, আব্দুস শহীদ দুদু, সাহিদ আলী, দেলোয়ার হোসেন হেলাল, জাহেদ আহমদ চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, নাদির খান, মামুন চৌধুরী ও টিপু সুলতান।

আলোচনায় অংশ নেন- আব্দর রব দলা মিয়া, সালেহ চৌধুরী, জুনেদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, আতাউর রহমান সেলিম, মাহবুব আলম মবু, আহবাব চৌধুরী, কাওছারুজ্জামান কয়েছ, মামুন চৌধুরী, নাদির খান, জাহেদ চৌধুরী, জাহেদ আহমেদ, বদরুজ্জামান রুহেল, গোলাম মোহাম্মদ চৌধুরী লখন, রেহানুজ্জামান রেহান, সামাদ মিয়া জাকের, মোহাম্মদ শামীম মিয়া, রোকন এ চৌধুরী, সাহিদ আলী, নুরুজ্জামান লিপন ও মোহাম্মদ শাহ মামুন প্রমুখ।

আগামী ২৮ জুলাই রোববার ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টের পার্টি হলে অনুদান হস্তান্তর হবে এবং উক্ত অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইংল্যান্ডের কর্মকর্তারা অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

উপস্থিত কারো কোন প্রশ্ন থাকলেও তারা সেদিন সকল প্রশ্নের উত্তর দিবেন।

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।



সিলেটভিউ২৪ডটকম/১০ জুন ২০১৯/এসবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে