আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আমেরিকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন ২১ ও ২২ আগস্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৫ ১৪:০২:৩৯

জুয়েল সাদত, যুক্তরাষ্ট্র :: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আগামী ২১ ও ২২ আগষ্ট (শনিবার ও রোববার) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাংলা সাহিত্য  সম্মেলন।  ভেন্যু হিসাবে বেছে নেয়া হয়েছে ৬৫৬০ লয়েসডেল কোট স্প্রিংহিল ভার্জিনিয়া।

প্রতিদিন সকাল ১১ টা খেকে রাত ১০ টা পর্যন্ত চলবে সাহিত্য সম্মেলন। সারা আমেরিকার সাহিত্য প্রেমীরা উপস্থিত থাকবেন। কবিতা, গান, সাহিত্য সেমিনার, বই প্রদর্শনী  সহ সাহিত্য সংশ্লিষ্ট সব কিছুর সম্মিলন ঘটবে। থাকবেন নানান মাধ্যমের প্রকাশক।

আহবায়ক হিসাবে আছেন সফল সংগঠক ও প্রকাশক মুদুল রহমান  সম্পাদক ও প্রকাশক স্বদেশ শৈলী,প্রধান সমন্বয়ক এ্যান্থনি পিউস গোমেজ প্রধান সম্পাদক স্বদেশ শৈলী,  সদস্য সচিব হিসাবে আছেন কবি সাংবাদিক  ফকির সেলিম,  journalist VOA, পরিচালক সাহিত্য ও সেমিনার আনিস আহমেদ কবি ও সাংবাদিক VOA, পরিচালক অনুষ্টান ও আলোচনা ড. আমিনুর রহমান অধ্যাপক ঢাঃ বিঃ,  তথ্য ও গবেষণা ড. ওয়াকিল আহমেদ, কবি গবেষক, সাবেক অধ্যাপক ঢা বি।  অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিউনিটি একটিভিষ্ট রেদোয়ান  চৌধুরী।

অনুষ্টানের   মুল প্রবন্ধ "চর্চাপদ, চর্চাগান  প্রসঙ্গ  পুর্নজাগরন " উপস্থাপন করবেন গবেষক  ড. ওয়াকিল আহমদ।   চর্চাগান পরিবেশন করবেন বিশিষ্ট লোক শিল্পী বাবা কালাচাঁদ সরকার।  অনুষ্ঠানের মুল পরিচালক ও আহবায়ক মৃদুল রহমান, জানান,  উত্তর আমেরিকার সব কবি,লেখক ও  সাহিত্যে প্রমীদের আমন্ত্রণ ও সংযোজন করা হয়েছে। সবাই আগ্রহি একটি মান সম্পন্ন সাহিত্য সম্মেলনের । আশা করছি দুদিনের আন্তর্জাতিক সম্মেলনটিতে সবাই উপভোগ করতে পারবেন। নানান সংযোজন বিয়োজন ঘটবে।  যে কেউ যোগাযোগ করতে পারেন স্বদেশ শৈলীর সাথে। swadesh.shoilee@gmail.com,  swadeshshoilee.com  বা 571 552 2168 / 202 412 4361

সিলেটভিউ২৪ডটকম/৫ মার্চ, ২০২০/ শাদিআচৌ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে