Sylhet View 24 PRINT

ফ্লোরিডায় তৃতীয় বইমেলা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১২ ২১:৫৬:২১

সিলেটভিউ ডেস্ক :: গত ৮ মার্চ শনিবার সাউথ ফ্লোরিডার লেক ওয়ার্থের কালচারাল সেন্টারে দিনব্যাপী তৃতীয় ফ্লোরিডা বইমেলা অনুষ্ঠিত হয়। বেলা ২টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে বইমেলা।

কালচারাল সেন্টার উন্মুক্ত মঞ্চে চলে মূল অনুষ্ঠান। বইয়ের নানান স্টলের পাশাপাশি ছিল নানান ধরনের স্টল। এবার মোট চারটি বইয়ের স্টল ছিল।

বইমেলার অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট গজলশিল্পী সামিরা আব্বাসী জানান, আগামীতে বইমেলায় ঢাকার প্রকাশনীগুলোর অংশগ্রহণ থাকবে ।

বই মেলার আরেক উদ্যোক্তা আনোয়ারুল খান দিপু জানান, সাউথ ফ্লোরিডায় প্রায় ১৬ থেকে ১৮ হাজার প্রবাসী আছেন। তাদের কথা চিন্তা করেই তিন বছর আগে বইমেলা শুরু করেছি।

তৃতীয় বইমেলায় প্রবাসী লেখকদের মধ্যে ছিলেন সেজান মাহমুদ, সামিরা আব্বাসী, জুয়েল সাদত, সরকার হারুন, ডা। সুলতান সালাউদ্দিন, আফরেজা রহমান, জাহানারা খান বিনা, সোহেল সুলতান, আরমান সোবহান, রুকশানা শরিফা, নাজমুন নাহার ইউনা, স্বপন মাঝি, জুনায়েদ আক্তার, সালমা রহমান মিনু, নাজমুস আকিব, জাহান রীমা প্রমুখ।

নিউইয়র্ক থেকে উপস্থিত ছিলেন সময় টিভির হাসানুজ্জামান সাকি ও এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী শোভন আনোয়ার।

বইমেলায় প্রধান অতিথি লেক ওযার্থ বীচের মেয়র পাম রিওলিও চম্যকার বক্তব্য রাখেন ও প্রক্লেমেশন প্রদান করেন। প্রক্লেমেশন গ্রহণ করেন ঢাকা ক্লাবের সভাপতি মিম খান।

বিশেষ অতিথি নির্মাতা মেহের আফরোজ শাওন ছিলেন বইমেলার মধ্যমণি। লেখকদের আড্ডায় জীবনের নানান গল্প শোনান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১২ মার্চ ২০২০/প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.