আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মিশিগানে করোনা একদিনেই কেড়ে নিল ৭৫ জনের প্রাণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১১:৪৭:২৬

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টে হোমের মধ্যেও থেমে নেই করোনাভাইরাসের প্রকোপ। নিত্যদিনই অস্বাভাবিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী করোনার থাবায় শুধু একদিনেই নিভে গেছে ৭৫ জনের প্রাণ। আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৭ জন। এর আগে একদিনে এত সংখ্যক মৃত্যুর অঘটনা ঘটেনি। ২৪ ঘন্টায় এটিই সর্বোচ্চ প্রাণহানি।

জানা গেছে, নিউইয়র্ক সিটির পরেই সবচেয়ে বেশি বাংলাদেশীর বাস মিশিগান স্টেটে। তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশী মারা যাননি। এ স্টেটের গৃহবন্দী মানুষেরা আছেন চরম আতংকে।

মিশিগান স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত মিশিগানে করোনাভাইরাসে মারা গেছেন মোট ২৫৯ জন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ হাজারের ওপরে। মঙ্গলবার শুধু একদিনেই মারা গেছেন ৭৫ জন। যা নতুন রেকর্ড।

এ মহামারি ঠেকাতে গত ২৩ মার্চ ' স্টে হোম' জারি করেন মিশিগান গভর্নর গ্রিচেন হুইটমার। ২৯ মার্চ মিশিগান স্টেটকে উপদ্রুত ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের। মৃতের তালিকায় ৩৫ জন বাংলাদেশীর নাম রয়েছে। যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ২৭০ জন।

দেশটির নিউইয়র্ক করোনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এ পর্যন্ত নিউইয়র্কে ৭৫ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সেখানে ১ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ৫০ টি স্টেটের মধ্যে ৩২ টিতেই চলছে স্টে হোম। ২৪ কোটি ৫০ লাখ মানুষকে ঘরে থাকবার নির্দেশ
দেয়া হয়েছে। অন্যান্য স্টেটগুলোকেও এ ধরনের বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় গভর্নর।

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/ডেস্ক/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে