আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মিশিগানে বাড়ল ঘরে থাকার সময়সীমা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ১৩:১৪:১৪

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ঘরে থাকার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত এক অধিবেশনে কন্ঠ ভোটে সময় বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে।

এর আগে গেল ২৩ মার্চ ২১ দিনের (১৩ এপ্রিল) পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছিলেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার।

এদিকে ৩ এপ্রিল থেকে সামাজিক দূরত্ব না মানলে এক হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার নিয়ম চালু করে মিশিগান গভর্নর। এর আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান রাজ্যেকে করোনাভাইরাস উপদ্রুত ঘোষণা করেছিলেন।

বাংলাদেশী দ্বিতীয় অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত মিশিগান রাজ্যে নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রের মেডিসিন করোনাভাইরাস সেন্টার বলেছে, আক্রান্তের দিক দিয়ে তৃতীয় হটস্পট হয়ে উঠেছে মিশিগান রাজ্যে। সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়েছে ডেট্রয়েটের দক্ষিণপূর্ব এলাকায়। হাসপাতাল গুলোর ধারণ ক্ষমতা পূরণ হয়ে গেছে। ডেট্রয়েট সিটিতে অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজ্যেজুড়ে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে মিশিগান গভর্নর।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিশিগানে করোনাভাইরাসে ৮৪৫ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার। ন। গত সোমবার হিন্দু কালচার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অসমঞ্জ কুমার ধর করোনায় মারা গেছেন। তার দেশের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ এ। ডেট্রয়েট ও হেমট্রামিক সিটির বেশ কয়েকজন বাংলাদেশী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে পুরো যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে। আর আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৭১ জন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে