আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মিশিগানের সাংবাদিক ইকবাল ফেরদৌসের পিতা আর নেই, বিভিন্ন মহলের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-১৯ ১১:৩০:৩২

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌসের পিতা বিশিষ্ট ব্যবসায়ী রফিক উদ্দিন ( ৬৫) আর নেই। আজ (১৮ এপ্রিল) শনিবার দুপুরে সিলেটের ওয়েসিস হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ---- রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হার্ট ও গাউট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ কন্যাসহ দেশ-বিদেশে অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের মোল্লারকান্দি গ্রামে।
রফিক উদ্দিন এলাকার সর্বমহলে গ্রহনযোগ্য ব্যক্তি ছিলেন। তার বড় ছেলে ইকবাল ফেরদৌস মিশিগানে সাংবাদিকতার পাশাপাশি গাড়ি নির্মাতা র্ফডের ইঞ্জিনিয়ার। সমাজসেবী রফিক উদ্দিনের মৃত্যুতে গোটা এলাকা সহ মিশিগান বাংলাদেশী কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্যােশাল মিডিয়ার ফেসবুক জুড়ে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশিষ্টজনেরা।

গভীর শোক প্রকাশ করেছেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, ফ্রিল্যান্স সাংবাদিক তোফাজ্জল লিটন, টাইমস টেলিভিশনের সিইও আবু তাহের, অনলাইন নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, সাংবাদিক মোস্তফা কামাল, পার্থ সারথি দেব, সফিক রহমান, তোফায়েল রেজা সোহেল, আশিকুর রহমান, পাপড়ি চৌধুরী, মাহফুজুর রহমান শাহীন।

এছাড়াও বাংলাদেশী বংশোদ্ভূত হেমট্রামিক সিটির কাউন্সিলর নাইম চৌধুরী, কামরুল হাসান, বাংলাদেশ আমেরিকান পাবলিক এফ্যায়ার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসান তাফবীম ববি, প্রেসিডেন্ট ডা.সফিউল হাসান, বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব মিশিগান (বাম) সভাপতি জাবেদ চৌধুরী, সমাজসেবক নাজেল হুদা, আরমানী আসাদ, মঞ্জুরুল করিম তুহিনসহ আরো অনেকে।

এদিকে মিশিগানস্থ আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে