আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মিশিগানে সুবিধাবঞ্চিত চারশো জনকে এক মাসের খাবার দিল বিএডিসি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-২৬ ১২:১৬:৩৭

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে করোনাভাইরাস সংকটে সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত ৮৬ পরিবারের ৪০০ জনকে এক মাসের খাবার দিল মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককার্স ( এমআই-বিএডিসি)।

স্থানীয় সময় মঙ্গলবার হেমট্রামিক, ডেট্রয়েটসহ পাঁচটি সিটির সমস্যাপীরত স্বদেশীদের মাঝে তুলে দেয়া হয় খাদ্য সহায়তা। প্রতি পরিবারকে ৫০ পাউন্ড চাল, ২৫ পাউন্ড ময়দা, ১ জার তেল, ২ জাতের ১৬ পাউন্ড মসুর ডাল, ১০ পাউন্ড পেয়াজ, দুধ, চিনি, লবণ, বেসন, খেজুর সহ নানান রকম রান্নার মসলা ও ফেস মাস্ক দেয়া হয়।

বিএডিসি'র প্রেসিডেন্ট মুহিত মাহমুদ জানান, খাদ্য সহায়তা দেয়া পরিবারগুলো অধিকাংশ নতুন অভিবাসী এবং শরনার্থী। এদের মধ্যে অনেক আছেন চাকরি ছাড়া। বেকার ভাতা ও ফুডস্ট্যাম্প সহ সরকারি সুযোগসুবিধা পাওয়ার যোগ্য নন। করোনাভাইরাস দুর্যোগের বিপদে পড়া এসব পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পাশে দাঁড়ান বিএডিসি'র সদস্যরা। এছাড়া কিছু আফ্রিকান, সিরিয়ান, রোহিঙ্গা ও হোয়াইট মার্কিন পরিবারকেও সহায়তা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে ৮৬ পরিবারের মোট ৪০০ জনের মাঝে এক মাসের খাবার প্রদান করা হয়েছে।

দিনভর বিতরণকালে উপস্থিত ছিলেন বিএডিসি'র সাবেক প্রেসিডেন্ট ড.নাজমুল হাসান শাহীন, বর্তমান প্রেসিডেন্ট মুহিত মাহমুদ, সেক্রেটারি জিয়া হক, বিএডিসি-১৩ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান গিয়াস তালুকদার, বিএডিসি-১৪ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান রেজাউল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাওসার দেওয়ান, মোহাম্মদ সোলায়মান আজিজ চৌধুরী, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান নাইম চৌধুরী, সেক্রেটারি ফর স্মল বিজনেস এফেয়ার্স আবু আজাদ, সেক্রেটারি ফর ইয়ুথ এফেয়ার্স জিয়াউদ্দিন জয়, বিএডিসির জয়েন্ট সেক্রেটারি মঞ্জরুল করিম তুহিন প্রমুখ।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে