Sylhet View 24 PRINT

সোমবার খুলছে মিশিগান সেক্রেটারি অব স্টেট অফিস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ০০:৩২:২২

তোফায়েল রেজা সোহেল, মিশিগান :: ১ জুন সোমবার থেকে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সবগুলো সেক্রেটারি অব স্টেট অফিস খুলছে। তবে প্রয়োজনীয় কাজের জন্য অবশ্যই আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টম্যান্ট নিতে হবে। স্টেটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

স্টেট আইডি কার্ড প্রদান, বাসাবাড়ির ঠিকানা পরিবর্তন, ড্রাইভিং শেখার অনুমতি, গাড়ির লাইসেন্স প্রদানসহ সেবামূলক প্রতিষ্ঠান সেক্রেটারি অব স্টেট।

জানা গেছে, প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তার ঠেকাতে জরুরি অবস্থা জারি করে মিশিগান গভর্নর। জরুরি অবস্থার প্রথম দিকে অনলাইনে অ্যাপয়েন্টম্যান্টের মাধ্যমে বেশকিছু দিন কার্যক্রম চালু ছিল সেক্রেটারি অব স্টেটের। এক পর্যায়ে ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে সেক্রেটারি অব স্টেটের সবধরনের কার্যক্রম বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতিমধ্যে মিশিগানে করোনাভাইরাস সংক্রমণ ও মৃতের সংখ্যা কমে এসেছে। বাড়ছে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা। চলমান জরুরি অবস্থার কড়াকড়ি অনেকটা শিথিল করেছে মিশিগান গভর্নর। এ প্রেক্ষিতে সেক্রেটারি অব স্টেট অফিসও খুলছে সোমবার থেকে। তবে অনলাইনে অ্যাপয়েন্টম্যান্ট নিয়ে স্টেটে যেতে বলা হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.