আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে ই.ইউ আওয়ামী লীগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৯ ১৮:১৫:২৪

কবির আল মাহমুদ, স্পেন :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী ২৩ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।

প্রবাসীদের কাছে তাদের আত্মীয় স্বজনদের নৌকায় ভোটদানে উৎসাহিত করার জন্য অনুরোধ করেছেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত , সাধারণ সম্পাদক এম.এ.গনি, সহসভাপতি এম নজরুল ইসলাম, এম লোকমান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক রিজভী আলম, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, গ্রীস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পদক বেলাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। 

সিলেটভিউ২৪ডটকম/৯ নভেম্বর ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের