আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

ইতালিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ১৮:০০:৪৮

জুবায়ের আহমেদ শিশু, ইতালি প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন-এই স্লোগানকে সামনে রেখে ইতালিতে বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, এরপর প্রশাসনিক কর্মকর্তা কাজী নসিবুল ইসলামের মোনাজাতের মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা।  পরে পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

শিশু দিবসের তাৎপর্য পূর্ণতা পায় প্রবাসী শিশুদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত এবং চিত্রাংকন প্রতযোগীতার মাধ্যমে। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইতালির মিলানস্থ বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। 

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল এ কে মোহাম্মদ শামসুল আহসান এবং শ্রম কনসাল রফিকুল করিম।

অনুষ্ঠানে অন্যান্নের মাঝে বক্তব্য রাখেন মিলান লম্বারদিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মিলান বালালা প্রেসক্লাব ইতালীর সাংবাদিকবৃন্দ।

বক্তারা জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে ক্ষুধা, সন্ত্রাস ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর একটি প্রামান্যচিত্র এবং কন্স্যুলেট হলে আলোকচিত্র প্রদর্শন করা হয়। শেষে সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপস্থাপনসহ নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিশুরা।

সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের