আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কানাডার মন্ট্রিয়ালে সিলেট জেলা সমিতির ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৮ ১১:৫৬:৩৮

মোয়াজ্জেম সাজু, কানাডা :: বিদেশের মাটিতে বেড়ে ওঠা তরুণদের কাছ থেকে যেন খেলাধুলাগুলো হারিয়ে না যায়। সেই লক্ষ্যে এবার কানাডার মন্টিয়ালে সিলেট জেলা সমিতির উদ্যোগে সম্পন্ন হয়েছে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। শুধু ব্যাডমিন্টন প্রতিযোগিতাই নয় এই সংগঠনটি প্রতিবছর অনেক জাঁকজমক পূর্ণভাবে আয়োজন করে থাকে ফুটবল টুর্নামেন্ট। খেলায় অংশগ্রহণ করে টরোন্টোসহ বিভিন্ন প্রবিন্সের ক্রীড়া সংগঠন।

শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখতে প্রতিবছর নিয়মিত বিভিন্ন খেলাধুলা আয়োজন করে থাকে সিলেট জেলা সমিতি অব কুইব্যাক কানাডা। তাই এবার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট করেছে সংগঠনটি। সিলেট জেলা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তরুণরা। এই আয়োজন যেন অব্যাহত থাকে এমটাই প্রত্যাশা তাদের।

খেলাধুলা মানুষের ভেতরে প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও। যথেস্ট সুযোগ না থাকার কারণে প্রবাসে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ অনেকটা কমে গেছে। তাই তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করাই সিলেট জেলা সমিতির এই উদ্যোগ জানিয়েছেন সমিতির নেতারা।

বিশিষ্ট জনেরা মনে করেন, প্রবাসে উন্নত প্রযুক্তি থাকার ফলে শারীরিক শ্রমনির্ভর খেলাগুলো কমে গিয়ে তরুণরা বর্তমানে প্রযুক্তিগত মস্তিষ্কনির্ভর খেলায় লিপ্ত হয়ে পড়েছে। তাই সিলেট জেলা সমিতির দায়িত্বশীলরা মনে করেন কানাডায় বাংলাদেশি সকল সংগঠন এগিয়ে আসলে এই সমস্যা সমাধান করা সম্ভব।

ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় শাহিন স্পোর্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এলিভেন স্টার ক্লাব অব মন্ট্রিয়াল।

খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলা সমিতির নেতারা। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুর সবুর, সাংগনিক সম্পাদক করিম উল্লাহ, ক্রিড়া সম্পাদক কবির খানসহ অন্যান্যরা।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের