Sylhet View 24 PRINT

বার্সেলোনায় ইসলামিক ম্যাগাজিন ‘দাওয়াতুল হক’র মোড়ক উন্মোচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৩ ১১:৪৯:৩৪

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ‘মজলিসু দাওয়াতুল হক’ এর উদ্যোগে প্রকাশিত সাময়িকী ‘দাওয়াতুল হক’র প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই মে) বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে ইফতারপূর্ব এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শিব্বির আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন আলহুদা জামে মসজিদের চেয়ারম্যান ও খতীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

মাওলানা বদরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সাময়িকীর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিল লন্ডনের কাউন্সিলর এম সদরুজ্জামান খান ও বার্সেলোনা শাহ জালাল জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসাইন।

ইসলামের বিভিন্ন উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনার পাশাপাশি বক্তারা দাওয়াতুল হক ম্যাগাজিনে স্থান পাওয়া ইসলামী বিভিন্ন শিক্ষণীয় প্রবন্ধ পাঠের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লন্ডন আলহুদা জামে মসজিদের চেয়ারম্যান ও খতীব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন- পবিত্র রমজান মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে প্রকাশিত ‘দাওয়াতুল হক’ সাময়িকীতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের লেখা প্রকাশিত হয়েছে। উপস্থিত সবাইকে সাময়িকীটির প্রতিটি লেখা পড়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি তিনি রমজান মাসের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

এ সময় অনুষ্ঠানে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বার্সেলোনার স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.