Sylhet View 24 PRINT

বার্সেলোনায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৬ ২১:০০:৫৯



কবির আল মাহমুদ, স্পেন থেকে :: স্পেনের বার্সেলোনায় স্বাধীনতা কাপ ক্রিকেট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মে) শহরের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার বিতরণ শেষে ছিল ইফতার মাহফিল।

গত মার্চে বার্সেলোনায় অনুষ্ঠিত সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশি বিভিন্ন ক্লাবের মোট আটটি দল অংশ গ্রহণ করে।

এরমধ্যে ফাইনাল খেলাটি পুবালী সংস্থা ক্রিকেট দল বনাম সান্তাকলমা ফ্রেন্ডস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এতে সান্তাকলমা ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সভাপতি আশরাফ হোসেন মামুন ও পরিচালনায় ছিলেন ক্রিকেট ক্লাবের সহ সভাপতি এআর লিটু।

পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালান পার্লামেন্টের ই'আরসি দলের সাবেক এমপি রবার্ট মাসিহ নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেটর সিনিয়র রামোন পেদ্রো।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঙালি ক্রিকেট ক্লাব কাতালোনীয়ার সভাপতি নাদিম আশেক এ আরমান, বাদালোনা ক্রিকেট ক্লাবের সভাপতি তুহিন ভুঁইয়া, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব কাতালোনিয়ার সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বার্সেলোনায় বিভিন্ন ক্রিকেট ক্লাবের খেলোয়াড়সহ বাংলাদেশী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি রবার্ট মাসিহ নাহার তার বক্তব্যে বলেন, স্প্যানিশরা ও তাদের সরকার খেলাধুলা বিষয়টির প্রতি যথাযত মূল্যায়ন করেন  বলেই ফুটবলের দেশ হিসেবে স্পেন পৃথিবী বিখ্যাত। একইভাবে আমরা আশা করি ক্রিকেট খেলাটাকেও এ দেশে জাতীয়ভাবে আরো পরিচিত করে তুলতে পারবো।

বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কাতালোনীয়ার নেতৃবৃন্দরা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় এশিয়া কাপ ক্রিকেট  টুর্নামেন্টে বাংলাদেশীদের অংশগ্রহণের কথা ঘোষণা করেন এবং খেলায় বাংলাদেশী টিমকে সার্বিক সহযোগিতার জন্য কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ মে ২০১৯/কেএলএম/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.