আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

স্পেনে স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায়, খালেদা জিয়ার মুক্তিদাবী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১০:৫৭:১৪

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনের মাদ্রিদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পাশাপাশি দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


স্থানীয় সময় ২০ অগাস্ট মঙ্গলবার রাতে মেহমান খানা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান থেকে কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার স্বার্থে তাকে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেন্স শিপার। স্পেন বিএনপির সহ স্বেচ্ছাবিষয়কয়ক সম্পাদক আসাদ আলীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার। প্রধান বক্তা ছিলেন  স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। বিশেষ অতিথি  ছিলেন স্পেন বিএনপির সাবেক আহ্বায়াক ডাক্তার দুলাল আহমদ, খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের  সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন বিএনপির উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির,স্পেন  যুবদলের সভাপতি রমিজ উদ্দিন সরকার, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত খান, সহ-সভাপতি সুহেল আহমদ শামছু, স্পেন  যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানুর মিয়া ছাদ প্রমুখ।

 শুভেচ্ছা বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইস্পাহানি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ইব্রাহিম,বিনপি নেতা  আবু সায়েম, রুবেল সামাদ, আক্তার হোসেন, ফজির আলী নাদিম, জাকির চৌধুরী, মিলাদ আহমদ, সুজন মল্লিক, হারুন আহমেদ, শিপলু আহমেদ, জুয়েল আহমেদ, অলিউর রহমান প্রমুখ।
শুরুতেই কোরআন তেলাওয়াত করেন যুবনেতা খিজির আহমেদ।

স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার  এ সময় প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন,“৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের স্বৈরাচারী আচরণে গোটা বাংলাদেশ আজ হতভম্ব। এহেন অবস্থার অবসানে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিতদের ইস্পাতদৃঢ় ঐক্যের বিকল্প নেই।”
তিনি “ভারতের তাবেদার বর্তমানের এ অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘায়ু করতেই নতজানু, মেরুদণ্ডহীন বিচারকদের ব্যবহার করে মিথ্যা ও সাজানো মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। দেশের গণতন্ত্রের মুক্তি, ভোটাধিকার ফিরিয়ে আনার সঙ্গে বেগম জিয়ার মুক্তি জড়িত। তাই খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশ সহ সারাবিশ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”পরে দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের