আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

স্পেন আ.লীগের শোক সভায় নেতাকর্মীদের হট্টগোল, বাকবিতন্ডা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ২১:২৯:০২

কবির আল মাহমুদ, স্পেন থেকে :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ স্পেন শাখা আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তুমুল বাকবিতন্ডা ও হট্টগোল হয়েছে। এরফলে কেবল সংগঠনটির স্পেন শাখার আহ্বায়কের বক্তব্য ও পরে মোনাজাত করেই সভা সম্পন্ন করা হয়।

জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) রাতে মাদ্রিদের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ স্পেন শাখা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

সদ্যগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এসআরআইএস রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিজভী আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই ছাত্রলীগের এক নেতার বক্তব্য দেয়া নিয়ে বাকতর্কে জড়িয়ে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। একপর্যায়ে নেতাকর্মীদের সিদ্ধান্তে কেবল স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক বক্তব্য রাখেন।

আহ্বায়ক এসআরআইএস রবিন বলেন, আজ আমরা শোক দিবসের অনুষ্ঠানে এসেছি। আমাদের একে অপরের প্রতি আরো সহনশীল হতে হবে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে।

আহ্বায়কের বক্তব্যের পর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আইয়ূব আলী সোহাগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল কাদের, মো. দুলাল সাফা, মো. বদরুল মাস্টার, আব্দুর রহমান, সদস্য জহিরুল ইসলাম নয়ন, আইয়ূব আলী সোহাগ, একরামুজ্জামান কীরণ, বোরহান উদ্দিন, দবির তালুকদার, সায়েম সরকার, এফএম পাভেল, আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম প্রমুখ।

শোক দিবসের অনুষ্ঠানে হট্টগোল প্রসঙ্গে স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এসআরআইএস রবিনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম সেলিম বলেন, শোক দিবসের অনুষ্ঠানে শ্লোগান দেয়া, কিংবা সাজানো হট্টগোল যারা করেছেন, তারা প্রকৃত আওয়ামী লীগ পরিবারের কেউ না। তিনি হট্টগোলের জন্য ছাত্রলীগের গ্রুপিংকে দায়ি করেন।

আহ্বায়ক কমিটির আরেক যুগ্মআহ্বায়ক দুলাল সাফা বলেন, হট্টগোলের মূল কারণ হচ্ছে সভা পরিচালনায় দূরদর্শিতার অভাব। তিনি জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হট্টগোল হওয়ায় সভা পরিচালনায় সদস্য সচিব রিজভী আলমের অদক্ষতাকে দায়ী করেন।

অন্য যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানও অনুষ্ঠানে হট্টগোলের জন্য সদস্য সচিবকে দায়ি করে বলেন, শোক দিবসের অনুষ্ঠানের শুরুতে যা হয়েছে; সেজন্য আমরা লজ্জিত। তবে সদস্য সচিব যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেন, তাতে সমস্যা হবেই।

স্পেন আওয়ামী লীগের সদস্য সচিব রিজভী আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অনুষ্ঠানের শুরুতে তর্ক বিতর্ক হয়েছে স্বীকার করে বলেন, কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ায় এমনটি হয়েছে। সভা পরিচালনায় অদক্ষতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এখানে জামায়াত বিএনপির সম্পৃক্ততা রয়েছে। তারা চায় না স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সুসংগঠিত হোক।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/কেএএম/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের