Sylhet View 24 PRINT

ফিনল্যান্ডে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৮ ১০:০৭:০১

পলাশ কামালী, ফিনল্যান্ড ::  রাজধানী হেলসিংকির মিস্টার ডন রেস্তোঁরায় ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শোক দিবসের এ স্মরনসভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  হুমায়ন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ।

স্মরণসভার শুরুতে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ।

আলোচনায় সভায় অংশ নেন  আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বকুল, পলাশ কামালী, তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব টিপু প্রমুখ।

স্মরণসভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভিতরে যেন খন্দকার মোস্তাক সাদৃশ্য কোনো বেইমানের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সতর্ক থাকার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকিল, ড. জহির, স্থানীয় আওয়ামী লীগ নেত রাজু মালেক, খালেদুল ইসলাম জিতু, মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা নান্সি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াসীম জাবেদ দিপু, শীরিন আক্তার,  আওয়ামী লীগ নেত্রী নুসরাত হোসেন, রোমেনা কবির সোহানা পারভিন, আব্দুল লতিফ, পিটু, জিসান, শাকিল ইসলাম, আবু সুফিয়ান, মনিরুজ্জামান, সোহেল রানা প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ আগস্ট ২০১৯/ পলাশ/কেআরএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.