Sylhet View 24 PRINT

সাংবাদিক আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৩ ১৫:৪৪:১৬

কবির আল মাহমুদ, স্পেন :: লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ ব্যুরো প্রধান আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর স্পেনের রাজধানী শহর মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় পৃথকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মাদ্রিদে স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন- স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ডিজিকম কার্গো সার্ভিস ইউকে এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ লাকি, আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধরণ সম্পাদক রাসেল দেওয়ান, জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সমিতির সভাপতি আহমদ আসাদুর রহমান সাদ, মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি খায়রুজ্জামান জামান, ব্যবসায়ী জামিল চৌধুরী রানা,কমিউনিটি নেতা আব্দুল কায়ূম মাসুক, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুল আহমদ, আক্তারুজ্জামান  প্রমূখ।

পর্যটন নগরী বার্সেলোনায় স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনির সভাপতিত্বে ও প্রথম সদস্য মিরন নাজমুলের পরিচালনায় লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য দেন- সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, সদস্য মো. ছালাহ উদ্দিন আহমদ, জাফর হোসেন, ফয়সল আহমদ, কমিউনিটি সমন্বয়ক কামরুল মোহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের উপদেষ্টা আব্দুল বাসেত কয়সর, জাহাঙ্গীর আলম, লুতফুর রহমান সুমন প্রমূখ।

লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। প্রবাসে সাংবাদিকতা পেশা চালিয়ে যাওয়া কষ্টকর হলেও সে পেশা উপভোগ্য হয়ে ওঠে যখন পক্ষপাতিত্বশূন্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা হয়। তিনি এসময় লন্ডন বাংলা প্রেসক্লাবের নানা কার্যক্রম তুলে ধরেন।

মতবিনিময় শেষে স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আ স ম মাসুমকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।



সিলেটভিউ২৪ডটকম/০৩ অক্টোবর ২০১৯/কেএএম/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.