আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি স্প্যানিশ কোর্স চালু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৫ ০৯:৫০:২৪

কবির আল মাহমুদ, স্পেন ::প্রবাসের মাটিতে বিদেশীদের সঙ্গে চলতে ইংলিশ ল্যাংগুয়েজের পাশাপাশি স্থানীয় ভাষা শিক্ষার বিকল্প নেই। বেশিরভাগ সময় দেখা যায় ভাষাগত অদক্ষতার কারণে পিছিয়ে পড়তে হয় বাংলাদেশি কর্মজীবীদের।

তাই তাদের কথা চিন্তা করে স্পেনে প্রথমবারের মতো বাংলাদেশী মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে মাদ্রিদ (মাদ্রিদ জেলা পরিষদ) অওতামেনতোর সহযোগিতায় বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে সংগঠনের অফিস প্রাঙ্গনে গতকাল সোমবার (৪ নভেম্বর) বিকেলে ফ্রি স্প্যানিশ কোর্স এর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সাধারন সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায়  অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী  শুভেচ্ছা বক্তব্যে বলেন, দুর্বল জনশক্তি বর্তমান বিশ্বের নানা দেশে থাকলেও তারা নিজেদের মধ্যে দক্ষতা না থাকার ফলে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। তাই এ সব চিন্তা থেকেই তাদের দক্ষতা বৃদ্ধিতে আমাদের প্রথম এ ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ আগামীতে আরো প্রকল্প আছে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে। আর আমাদের এ ধারাবাহিক কর্মশালা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার বলেন, বাংলাদেশি পরিচালনাধীন মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলা  যে প্রকল্প হাতে নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। আর বিনামূল্যের এ সার্ভিসটি যদি আপনারা গুরুত্বের সঙ্গে নেন তবেই প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা উপকৃত হবে। সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে এই কার্যক্রম দেখে। শিক্ষা জাতির মেরুদন্ড, তাই দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। আর এই বিনামূল্য ফ্রি কোর্স এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতার পাশাপাশি নিজ কর্মস্থলে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সংক্রিস্তোবাল বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

কোর্স পরিচিতি ও বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন স্প্যানিশ কোর্সের টিচার খেসুস মোস্কাতেল্লি, খসে লুইস রদ্রিগেজ, আর্তুরো হার্নান্দেজ।

সাপ্তাহিক দুইদিন ৪ জন স্প্যানিশ শিক্ষক দ্বারা  সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এবং বিকেল ৬ টা থেকে ৮ পর্যন্ত এই ধারাবাহিক শিক্ষা অব্যাহত থাকবে। যারা নিজ কর্মস্থলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদের সর্বাধিক অগ্রাধিকার প্রদান করা হবে।

৬ মাসব্যাপী কোর্স পরিচালনা করা হবে এবং কোর্স সমাপনান্তে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অওতামেনতো মাদ্রিদ (মাদ্রিদ জেলা পরিষদ) থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/৫ নভেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের