আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

মাদ্রিদে স্পেন যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৯ ১৩:৫০:৪৬

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেন যুবদলের ৪১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের মেহমান খানা ট্ৰেস্টুরেন্টে যুবদল স্পেন শাখার উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপস্থিত ছিলেন।

স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি কাজী জসিম এর পরিচালনায় বক্তব্য দেন- স্পেন বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এইচ সোহেল ভূঁইয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সহ-সভাপতি মোরশেদ আলম তাহের, সহ-সভাপতি সুহেল আহমদ সামসু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, হুমায়ুন কবির রিগ্যান, যুবদলের সাবেক সভাপতি সম্পাদক আকবর শেঠ, আক্তার হসেন, জুলহাস মিয়া, সমির আলি প্রমুখ।

আলোচনার শুরুতে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং সদ্য প্রয়াত বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা এবং  দোয়া ও মোনাজাত করা হয়।

স্পেন যুবদল সভাপতি রমিজ উদ্দিন বলেন, অবিলম্বে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিকে চিরতরে বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। তাই গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আবার ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে ইনশা আল্লাহ।


সিলেটভিউ২৪ডটকম/০৯ নভেম্বর ২০১৯/কেএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের