আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জালালাবাদ সমিতি অস্ট্রিয়ায় নতুন কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১৫:১৬:৫৯

সোহেল চৌধুরী, অস্ট্রিয়া :: অস্ট্রিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগ প্রবাসীদের সংগঠন জালালাবাদ সমিতির নতুন কমিটি (২০২০-২১ ইং) গঠন করা হয়েছে।

ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সিলেট প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে নতুন নির্বাহী কমিটির সভাপতি পদে মো. আবু সাঈদ চৌধুরী লিটনকে সকলের সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে মো. ওয়াছিউর রহমান, কোষাধক্ষ্য মো. এনায়েত হোসেন খান রুমন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক মো. শামীম আহমদকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিট আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

জালালাবাদ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন কাজে আত্মনিয়োগ করে সকলের সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও নতুনত্ব কামনা করেছেন সমিতির সদস্য বৃন্দ।

উল্লেখ্য, ১৯৯০ সালে গঠিত হয় জালালাবাদ সমিতি অস্ট্রিয়া, এই সমিতির মাধ্যমে বসবাসরত সিলেটি প্রবাসীরা সবসময় সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকেন। প্রতিবছর ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

এই কার্যকরী কমিটি সকল সদস্যকে নিয়ে প্রবাস জীবনের সবাইকে আনন্দ দেওয়ার লক্ষ্যে পিকনিক, গ্রীল পার্টি, জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান করে আসছে। জালালাবাদ সমিতি একটি বহুমুখী আঞ্চলিক সংগঠন। এই সমিতিতে রয়েছেন কবি সাহিত্যিক, লেখক, কলামিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক, বাউল শিল্পীসহ বিভিন্ন গুণীজন।

এবার নতুন সাজসজ্জা কৌশল নিয়ে ভিন্ন আঙ্গিকে ২০২০-২১ সালের নতুন কমিটি সকলের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এমনটাই সকলের কামনা।

সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের