আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ডা. আব্দুল আজিজকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৯ ০৮:৫০:৫১

ওয়াসীম আকরাম, হেলসিংকি :: যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা নির্বাচিত হওয়ায় শীর্ষ খবর ডটকম’র প্রধান সম্পাদক ডা. আব্দুল আজিজকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা নিয়োগ ও গণতান্ত্রিক কার্যক্রমে ডা. আজিজ’র সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের গণতন্ত্রের হাতকে যেমন দৃঢ় ও মজবুত করবে। তেমনি বাংলাদেশের গণ-মানুষের জাতীয়তাবাদী শক্তির অমিত তেজ ও অদম্য মনোবলকে উৎসাহিত করবে।

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি।

অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত নির্বাচন উল্লেখ করে আরো বলেন, ডা. আব্দুল আজিজের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি শহীদ জিয়ার কালজয়ী রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ দলের নতুন উপদেষ্টা ডা. আব্দুল আজিজের সার্বিক সাফল্য কামনা করেন।

এত স্বাক্ষর করেন ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, এজাজুল হক ভূঁইয়া রুবেল, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, সাজ্জাদ মুন্না, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, জুয়েল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের