Sylhet View 24 PRINT

ফিনল্যান্ডে সপ্তম করোনা রোগী শনাক্ত : ১৩০ শিশু শিক্ষার্থী কোয়ারান্টিনে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৩ ১০:১৯:৩৭

জামান সরকার, হেলসিংকি :: ফিনল্যান্ডে আরো এক ব্য‌ক্তি‌ প্রাণঘাতী করোনাভাই‌রাসে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নিয়ে দেশটিতে করোনাভাই‌রাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ পৌঁছেছে। সোমবার (২ মার্চ) ফিনল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ের এক বিবৃ‌তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

১ মার্চ রবিবার দুপুরে রাজধানী হেলসিংকির স্কুলগামী এক শিশুর করোনা সংক্রমণের তথ্য নিশ্চিত হওয়ার পর ঐ স্কুলের ১৩০ জন স্কুলগামী ছাত্র-ছাত্রী কে ইতিমধ্যে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে কোয়ারান্টিনে রাখা হয়েছে। তাদের কে  ক্লিনিকাল স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ব স্ব বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকি কর্তৃপক্ষ জানান, কভিড-১৯ ভাইরাস যেন মহামারী রূপ ধারণ না করতে পারে বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পার, সে জন্য তাদের কোয়ারান্টিনে রাখা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/৩ মার্চ ২০২০/মিআচৌ    

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.