আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ওমানে একদিনে ৩৫ প্রবাসী করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৫:৩৫:২৭

রেজওয়ান আহমদ সুজন, ওমান :: ওমানে গত ২৪ ঘন্টায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে ওমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন করোনা রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২ জন আক্রান্ত রোগী মারা গেছেন।

বৃহস্পতিবার ওমান ৩৮ জন করোনা আক্রান্তের মধ্যে মাতরা শহরে ৩৫ জন প্রবাসী করোনায় আক্রান্ত হয়েছেন বলে এমন তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

কোভিড-১৯ করোনাভাইরাসের আক্রান্ত তালিকায় সবার উপরে রয়েছে রাজধানী শহর মাস্কাট। সেখানে মোট আক্রান্ত সংখ্যা ২৯৩ জন।

এছাড়া আক্রান্তের সংখ্যা যথাক্রমে, আল দাখেলিয়া ২৩, দক্ষিণ- বাতিনায় ২২,  আল-মুসাদদাম ৩, আল-দাহিরায় ৩, দক্ষিণ শারকিয়া ১, উত্তর শারকিয়া ১, বুরাইমি ১, উত্তর বাতিনায় ১৬, সালালাহ ৮ জন রোগী শনাক্ত করা হয়।

এদিকে, ওমানের লকডাউনের সময়সীমা বাড়ানো হয়ছে। আগমী ১০ই এপ্রিল শুক্রবার সকাল ১০টায় থেকে ২২ই এপ্রিল বুধবার সকাল ১০টায় পর্যন্ত মোট ১২ দিন মাস্কাট লকডাউন থাকবে।

এ সময় মাস্কাটের বাহিরে কেউ যেতে পারবেনা না এবং প্রবেশ করতে পারবেনা। শুধু মাত্র জরুরী প্রয়োজনীয় যানবাহন ছাড়া সকল যানবাহন বন্ধ থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/০৯ এপ্রিল ২০২০/আরএএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের